Child Birth : বাচ্চা হলেই গুণতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা! আরও গুরুতর অভিযোগ বাংলার এই হাসপাতালে! কী ঘটছে জানলে চমকে উঠবেন

Last Updated:

Child Birth : হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকটি প্রসূতির পরিবারের কাছেই টাকা চাওয়া হয়। পুত্রসন্তান জন্মালে আরও বেশি টাকা আবদার করা হয়। আর দাবি অনুযায়ী টাকা না দিলে গালিগালাজ করা হয় বলেই অভিযোগ।

+
প্রতিকী

প্রতিকী ছবি

দক্ষিণ দিনাজপুর: সরকারি হাসপাতালে কর্মীদের দিতে হবে টাকা! আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন। সন্তান প্রসব করলেই হাসপাতালের কর্মীদের দিতে হবে টাকা। তবে অল্প স্বল্প নয়, কড়কড়ে ৫০০ টাকা। যদিও বা কোনওক্ষেত্রে সংখ্যাটা আরও বেড়ে যায়। গুরুতর এই অভিযোগ বালুরঘাট জেলা হাসপাতালের লেবার রুমের কর্মীদের বিরুদ্ধে। মিষ্টিমুখ করানোর জন্য রোগীর আত্মীয়দের কাছে ৫০০ টাকা দাবি হাসপাতালের কর্মীদের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতি রোগীদের আত্মীয় পরিজনেরা। এমন অভিযোগ তুলে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের দ্বারস্থ হয়েছেন প্রসূতি রোগীর আত্মীয় পরিজনরা।
তবে শুধুমাত্র একজন দু’জন নয়, হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকটি প্রসূতির পরিবারের কাছেই টাকা চাওয়া হয়। পুত্রসন্তান জন্মালে আরও বেশি টাকা আবদার করা হয়। আর দাবি অনুযায়ী টাকা না দিলে গালিগালাজ করা হয় বলেই অভিযোগ। জানা গিয়েছে, প্রসব বেদনা নিয়ে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন বালুরঘাট পদ্মপুকুর এলাকার বাসিন্দা রিংকি গিরি। ভর্তির কিছুক্ষণ বাদেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ শুকনো বীজটি দিনে ঠিক কখন, কীভাবে খাবেন? টগবগিয়ে ছুটবে যৌবন, পুরুষরা তেজি ঘোড়া, ডায়াবেটিস-গিঁটে বাতের ছুটি
সন্তান জন্মানোর পরেই মিষ্টিমুখ করার জন্য তাঁর পরিবারের কাছে ৫০০ টাকা দাবি করেন লেবার রুমের অস্থায়ী কর্মী ও আয়া মাসিরা। সেই টাকা না দেওয়ায় তাঁর পরিবারকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। যদিও আবার অনেকে ঝামেলা এড়াতে টাকা দিয়েও দেন অনেক পরিবার।
advertisement
advertisement
এদিন একইরকম পরিস্থিতি দেখা দিতেই এনিয়ে অনেক প্রসূতি রোগীর আত্মীয়রা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে সুপারকে। বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে। দ্রুত গুরুতর অভিযোগ নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন সুপার। তবে, এই অভিযোগ দিনের পর দিন বেড়েই চলেছে। রোগীর পরিজনদের দাবি, শিশু জন্মানোর পর অতিরিক্ত মূল্য হাসপাতালের কর্মীদের দিতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। অনেক পরিবারই রয়েছে টাকার অভাবে সরকারি হাসপাতালই তাদের একমাত্র ভরসা। সেক্ষেত্রে টাকা না দিতে পারলে সমস্যার সম্মুখীন হচ্ছেন যথেষ্ট।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Birth : বাচ্চা হলেই গুণতে হয় কাঁড়ি কাঁড়ি টাকা! আরও গুরুতর অভিযোগ বাংলার এই হাসপাতালে! কী ঘটছে জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement