World Tour on Cycle: একুশেই লক্ষ্য ১৯৭ টি দেশ ঘুরে দেখা! সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন লালগোলার প্রসেনজিৎ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
World Tour on Cycle: প্রসেনজিতের ইচ্ছে বিশ্বের স্বীকৃত ১৯৭ টি দেশই সাইকেলে করে ঘুরে দেখা। বর্তমানে তিনি বেশ কয়েকটি জেলা ঘুরে কোচবিহার হয়ে আলিপুরদুয়ারে পৌঁছেছেন। এরপর যাবেন ভুটান
আলিপুরদুয়ার: সবুজ বিশ্ব গড়ার স্বপ্ন বুকে নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন মুর্শিদাবাদর যুবক প্রসেনজিৎ দাস। বাড়ি লালগোলায়। যদিও তিনি জোজো দাদা নামেই বেশি পরিচিত। সাইকেল নিয়ে ঘুরছেন দেশ-বিদেশ সর্বত্র।
মুর্শিদাবাদের লালগোলা এলাকার যুবক প্রসেনজিৎ দাস। সদ্য স্নাতক স্তরের লেখাপড়া শেষ করেছেন। গত ৩ জুন বিশ্ব সাইকেল দিবসে সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন পুরো বিশ্ব ঘুরে দেখতে। তাঁর ইচ্ছে, বিশ্বের স্বীকৃত ১৯৭ টি দেশই সাইকেলে করে ঘুরে দেখা। বর্তমানে তিনি বেশ কয়েকটি জেলা ঘুরে কোচবিহার হয়ে আলিপুরদুয়ারে পৌঁছেছেন। এরপর যাবেন ভুটান।
advertisement
advertisement
প্রসেনজিৎ দাস জানিয়েছেন, পরিবেশকে দূষণমুক্ত রাখতে তিনি সাইকেলে করে ঘুরে বেড়ান। সাইকেল একটি পরিবেশ বান্ধব যান। যার ব্যবহারে কখনও পরিবেশ দূষিত হয় না। বর্তমানে বাইক এবং চার চাকা গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় বায়ু দূষণ বেড়েছে। সে ক্ষেত্রে সাইকেল ব্যবহার যেমন একদিকে পরিবেশ রক্ষা করে, তেমনই শরীরচর্চার কাজও করে। পরিবেশকে দূষণ মুক্ত করার বার্তা নিয়ে এগিয়ে চলছেন ওই যুবক।
advertisement
প্রসেনজিৎ আরও বলেন, ‘আমার কাছে আদর্শ ব্যক্তি রামচন্দ্র বিশ্বাস, যিনি ১৫৭ টি দেশ ঘুরেছে ২৯ বছর বয়সে। এছাড়াও সুন্দরবনের সৌমেন দেবনাথ ১৯১ টি দেশ ২০ বছর বয়সে ঘুরে এসেছেন। তাঁদের এই অভিজ্ঞতা আমাকে অনুপ্রাণিত করে তুলেছে। বাইরের দেশে ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজনীয় তথ্য সৌমেনের সঙ্গে কথা বলে জেনে নিয়েছেন তিনি। তাছাড়াও বিভিন্ন এলাকার পুলিশ আধিকারিকদের সঙ্গেও আগে থেকেই কথা বলে নিয়েছেন ।
advertisement
নিজের জেলা মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করেন। এরপর ধাপে ধাপে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হয়ে কোচবিহারে পৌঁছন প্রসেনজিৎ। এরপর তাঁকে দেখা যায় আলিপুরদুয়ার জেলায়। তাঁর সাইকেলে থাকা ব্যাগ থেকে চারা গাছ বের করে সকলকে উপহার দেন প্রসেনজিৎ। তাঁর এই অভাবনীয় উদ্যোগ এবং সাহসিকতাকে সাধুবাদ জানান সকলেই।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 5:31 PM IST