Bikers Injured: ব্যস্ত রাস্তায় হঠাৎ এসে পড়ল ইয়া বড় গাছ! আহত তিন বাইক আরোহী

Last Updated:

Bikers Injured: বৃহস্পতিবার সকালে কালচিনির নিমতি মোড় এলাকায় আলিপুরদুয়ারগামী প্রধান সড়কের উপর পড়ে যায় একটি বিশাল গাছ। রাস্তাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় এই গাছ পড়ার ধাক্কায় আহত হন তিন বাইক আরোহী

প্রধান সড়ক
প্রধান সড়ক
আলিপুরদুয়ার: হটাৎ একটি বড় গাছ পড়ে গেল প্রধান সড়কে। আর তাতেই গুরুতর আহত হলেন তিন বাইক আরোহী। ব্যস্ত রাস্তায় গাছ পড়ে তিনজনের আহত হওয়ার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনিতে।
বৃহস্পতিবার সকালে কালচিনির নিমতি মোড় এলাকায় আলিপুরদুয়ারগামী প্রধান সড়কের উপর পড়ে যায় একটি বিশাল গাছ। রাস্তাটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় এই গাছ পড়ার ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাইক। আহত হয়েছেন ওই বাইকগুলোর চালকরা। বৃহস্পতিবার সকালে কালচিনি থেকে নিমতি হয়ে আলিপুরদুয়ারগামী প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
বড় গাছ পড়ার সময় তার ডালপালার ধাক্কায় বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে রাস্তার উপর। তবে একটু জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। এই ঘটনার জেরে প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গ্রাম পঞ্চায়েত ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজে হাত লাগান। এদিকে আহত তিন বাইক চালককে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার হাসপাতালে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bikers Injured: ব্যস্ত রাস্তায় হঠাৎ এসে পড়ল ইয়া বড় গাছ! আহত তিন বাইক আরোহী
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement