RG Kar Doctor Murder Case: আরজি কর কাণ্ডের পর প্রশ্নে মহিলা নিরাপত্তা! ক্যারাটের কোন স্টেপগুলি মেয়েদের জেনে রাখা দরকার?
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
RG Kar Doctor Murder Case: আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে বারবার উঠে আসছে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের প্রয়োজনিয়তার কথা। এই অবস্থায় ক্যারেটের কিছু কিছু স্টেপ বর্তমান সময় শিখে নিলেই কেল্লাফতে।
উত্তর দিনাজপুর: আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে বারবার উঠে আসছে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের প্রয়োজনিয়তার কথা। এই অবস্থায় ক্যারেটের কিছু কিছু স্টেপ বর্তমান সময় শিখে নিলেই কেল্লাফতে। মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য শিখে নিন ক্যারেটের এই কিছু স্টেপ।
নারীর আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বাড়াতে ক্যারাটের কোনো বিকল্প নেই। তাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্শাল আর্ট ক্লাব কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনে মেয়েদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই ক্যারাটে প্রশিক্ষণ শিবির থেকেই ছেলেমেয়েরা রাজ্য পর্যায়ে সফলতা লাভ করার পর এবারে জাতীয় পর্যায়ে দিল্লিতে খেলতে যাচ্ছেন। সেই উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরভবনে সম্বর্ধনা দেওয়া হয় সকল ক্যারাটে চ্যাম্পিয়নদের।
advertisement
তবে ক্যারাটের কোন কোন স্টেপ মহিলাদের আত্মরক্ষার জন্য সব থেকে বেশী প্রয়োজন? এই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষক পাপাই সাহা জানান,”বর্তমান সময়ে মহিলাদের আত্মরক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট। এই মার্শাল আর্টে এমন কিছু আত্মরক্ষার পদক্ষেপ রয়েছে যা কেউ কাউকে হত্যা বা আঘাত করতে গেলে রক্ষা করে? ফলে কিছু স্টেপ জেনে রাখা খুব জরুরি।”
advertisement
advertisement
গ্রেসি জিউ জিৎসু কৌশল হল আক্রমণকারী আক্রমণ করতে গেলে প্রথম প্রায় চারটি ধাপ অনুসরণ করে এই প্রশিক্ষণ টি দেওয়া হয়। তাছাড়া আর্ম গ্র্যাব এস্কেপ কৌশল হল যদি কেউ আপনার কব্জি শক্ত করে ধরে রাখে এক্ষেত্রে এই স্টেপটির মাধ্যমে খুব সহজেই আক্রমণ কারীর হাত থেকে বেরিয়ে আসা যায়। ক্যারেটের এই কিছু কিছু স্টেপ ভাল করে শিখে নিলেই মহিলারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2024 2:54 PM IST