Women for Trees: হাতে আসবে নগদ নারায়ণ, সবুজে ভরে যাবে এলাকা, মহিলাদের জন্য চালু হল নতুন প্রকল্প!

Last Updated:

এবার শহরের বুকে নতুন করে সবুজ গড়তে মাঠে নামবেন প্রমিলা বাহিনী

+
ওমেন ফর ট্রি

'ওমেন ফর ট্রি' প্রকল্পের মাধ্যমে মহিলারা রোপণ করবে গাছ 

দক্ষিণ দিনাজপুর: শহরের আনাচে-কানাচে চোখ ফেরালে এখন বহুতল আবাসন নজরে পড়ে। বহুতল আবাসন তথা নগরায়নের জেরে গাছ কাটা পড়ছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই সবুজ কমেছে শহরে। তাই এবার শহরের বুকে নতুন করে সবুজ গড়তে মাঠে নামবেন প্রমিলা বাহিনী।
মহিলাদের হাত ধরেই গাছের স্নিগ্ধ ছায়া পেতে চলেছে বালুরঘাট শহর। যেখানে ইতিমধ্যে ১৩৫ জন মহিলাকে বিশেষ কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওমেন ফর ট্রি’। নাম শুনেই বোঝা যাচ্ছে গাছেদের জন্য এগিয়ে আসবেন শুধুই মহিলারা। পুরসভা কর্তৃপক্ষের তরফে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল। মূলত স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির নির্দেশে সবুজ গড়তে পদক্ষেপ গ্রহণ করছে পুর প্রশাসন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শহরকে সবুজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ওমেন ফর ট্রি’ এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শহরের বিভিন্ন জলাশয়ের পার্শ্ববর্তী এলাকা, উদ্যান ও সরকারি জায়গায় গাছ রোপন করবেন।
advertisement
advertisement
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “মেয়েরা সৃষ্টির কারিগর। শহরকে সবুজ করে তুলতে তাই মহিলাদেরই অগ্রাধিকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ শিবির চলেছে। মূলত ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন প্রকল্পে শহরকে সবুজ করতে কাজ শুরু হচ্ছে। সুডা থেকে এই নির্দেশ এসেছে। আমাদের লক্ষ্য ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ তৈরিতে এই প্রকল্প মাইলস্টোন হয়ে থাকবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহিলাদের কাজে নিশ্চয়ই যত্ন থাকে। গাছগুলোর সঠিক পরিচর্যা ও যত্নের দায়িত্ব তাদেরই। এর জন্য যদিও তাঁরা নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন। ইতিমধ্যে বালুরঘাট পুরসভা সংলগ্ন সুবর্ণতট সভাকক্ষে এই মহিলাদের নিয়ে অরিয়েন্টেশন ক্যাম্প করা হয়েছে। পুরসভার তরফে বর্তমানে উপযুক্ত জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে। এমনকি কোন ধরনের গাছ লাগানো হবে সে নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই তাপমাত্রা বৃদ্ধি রোধ করা সম্ভব। তাই খুব শীঘ্রই কাজ হোক বাস্তবের মাটিতে চাইছেন শহরবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Women for Trees: হাতে আসবে নগদ নারায়ণ, সবুজে ভরে যাবে এলাকা, মহিলাদের জন্য চালু হল নতুন প্রকল্প!
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement