Alipurduar News: মহিলার কাঁধে চিতাবাঘের থাবা! ভয়ঙ্কর কাণ্ড ডুয়ার্সে
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
চিতাবাঘের হানায় মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা চলতি বছর ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এদিনের ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে
আলিপুরদুয়ার: বন্যপ্রাণীর আনাগোনা থামার নাম নেই ডুয়ার্সের চা বাগানগুলিতে। বাড়ছে মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘাত। এদিন ফের চিতাবাঘের হানায় জখম হলেন চা বাগানের এই মহিলা শ্রমিক।
চিতাবাঘের হানায় মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা চলতি বছর ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। এদিনের ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। চুয়াপাড়া চা বাগানের শ্রমিক মাগডালি খড়িয়া। তিনি বাগানের ১৪ নম্বর সেকশনে কাজ করছিলেন।অন্যান্য দিনের মতোই চলছিল সবকিছু। হঠাৎ দূরের ঝোপ থেকে একটি আওয়াজ তাঁর কানে আসে। তা শুনে পেছন ফিরে তাকান। ঠিক তখনই একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর।
advertisement
advertisement
মাগডালি খাড়িয়া নামে ওই শ্রমিকের চিৎকার শুনে ছুটে আসেন বাকিরা। অন্যরা দৌড়ে আসায় বিপদ বুঝে চিতাবাঘটি চা বাগানের নালার ভিতর দিয়ে পালিয়ে যায়। এদিকে চিতাবাঘের আক্রমণে ওই শ্রমিক গুরুতর আহত হন। তাঁর কাঁধে চিতাবাঘ থাবা বসিয়ে দেয়। সহকর্মীরা দ্রুত তাঁকে নিকটবর্তী লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলছে মাগডালি খাড়িয়ার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এদিকে খবর পেয়ে বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী ও বনকর্মীরা হাসপাতালে গিয়ে ওই আহত মহিলা শ্রমিকের সঙ্গে কথা বলেছেন। পরে রেঞ্জ অফিসার বলেন, চিতাবাঘের শাবক এলাকায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই চা বাগানগুলিতে খাঁচা পাতার ব্যবস্থা করা হবে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 01, 2023 5:23 PM IST







