Woman returning from Oman dies at Bagdogra: ইউহান থেকে বাড়ি ফিরছিলেন মহিলা, বাগডোগরা বিমানবন্দরেই মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃত মহিলার নাম স্মিতা প্রধান রাই (৪৫)৷ তাঁর বাড়ি মিরিকের শিওকে (North Bengal News)৷
#বাগডোগরা: ওমান থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে মৃত্যু হল মিরিকের বাসিন্দা এক মহিলার৷ এ দিন দুপুরে বাগডোগরা (Bagdogra Airport) বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল তাঁর৷ সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে নামার আগেই বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা যাত্রী৷ বিমান সংস্থার তরফেই তাঁকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
জানা গিয়েছে, মৃত মহিলার নাম স্মিতা প্রধান রাই (৪৫)৷ তাঁর বাড়ি মিরিকের শিওকে৷ মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওমানে পরিচারিকার কাজ করতেন তিনি৷ এ দিন ওমান থেকে শারজা, দিল্লি হয়ে বাগডোগরা পৌঁছনোর কথা ছিল তাঁর৷
advertisement
advertisement
স্মিতাদেবীর স্বামী জানিয়েছেন, বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁর স্ত্রীর বাগডোগরায় পৌঁছনোর কথা ছিল৷ তাঁকে নিতে আসার জন্য স্বামীকে ফোন করেছিলেন স্নিতাদেবী৷ কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেও স্ত্রীর দেখা পাননি বিশাল রাই৷ এর পর বিমানবন্দরে খোঁজ শুরু করেন তিনি৷ কিছুক্ষণ পর বিমানসংস্থার তরফে তাঁকে জানানো হয়, স্মিতাদেবীকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ বিশাল রাই সেখানে পৌঁছলে চিকিৎসকরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই মৃত্যু হয় স্মিতাদেবীর৷
advertisement
বিমানের মধ্যেই স্মিতাদেবীর মৃত্যু হয়েছে নাকি বিমান থেকে নামার পর, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ময়নাতদন্তের জন্য স্মিতা প্রধান রাইয়ের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং সম্ভাব্য সময় পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 6:31 PM IST