মর্মান্তিক! পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে, জুটল 'চরম শাস্তি'... ইংরেজবাজারের ঘটনা শিউরে ওঠার মতোই
- Written by:Sebak Deb Sarma
- Published by:Rachana Majumder
Last Updated:
দ্বিতীয় পক্ষের স্ত্রীর অভিযোগ, তাঁদের বিয়ের পর থেকেই নিয়মিত অত্যাচার করা হত জিতেনকে। শনিবার রাতেও বেধড়ক মারধর করা হয়েছে৷
#সেবক দেবশর্মা, মালদহ: পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে। তার পরিণতি হল মর্মান্তিক। মালদহের ইংরেজবাজারে প্রাণ দিয়ে মাশুল দিতে হল ওই ব্যক্তিকে। প্রথম পক্ষের স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ। রবিবার সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হল মৃতদেহ। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে প্রথম পক্ষের স্ত্রী ও পরিবার। বাড়ির বাইরে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় বলে পাল্টা দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ইংরেজবাজারের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায় নিজের উঠোনে উদ্ধার হয় চাঁদ রায় ওরফে জিতেনের (৪২) মৃতদেহ। গ্রামবাসীদের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্ত তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও দুই ছেলে। কারণ, দিনকয়েক আগেই পরিবারকে কিছু না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। দ্বিতীয় পক্ষের স্ত্রীকে পাড়াতেই এক বাড়িতে থাকার ব্যবস্থা করে। এই নিয়ে গত কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। শনিবার রাতে সেই অশান্তি চরম আকার নেয়। বেশি রাত পর্যন্ত বাড়িতে হাতাহাতি, মারামারি, গালিগালাজ করার আওয়াজ পান প্রতিবেশীরা। এদের মধ্যে কেউ কেউ বিবাদ মেটাতেও যান। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। এরপর রবিবার সকালে ঘরের সামনে বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া যায় চাঁদ রায়কে। জিজ্ঞাসাবাদের জন্য প্রথম পক্ষের স্ত্রীকে আটক করা হয়েছে।
advertisement
advertisement
দ্বিতীয় পক্ষের স্ত্রীর অভিযোগ, তাঁদের বিয়ের পর থেকেই নিয়মিত অত্যাচার করা হত জিতেনকে। শনিবার রাতেও বেধড়ক মারধর করা হয়েছে৷ যদিও মৃতের এক ছেলের দাবি, মদ্যপ অবস্থায় মাকে গালিগালাজ করায় বাবাকে হাত-পা বেঁধে রাখা হয়েছিল। এরপর সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে খুনের অভিযোগ সঠিক নয় বলে দাবি ছেলের। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 27, 2022 1:24 PM IST









