পুজোয় বাজারে ইলিশ সস্তা হবে? ব্যবসায়ীরা দিলেন বড় খবর, শুনলে আপনারই লাভ

Last Updated:

Hilsha fish: পুজোয় কেমন থাকবে ইলিশের দাম? এখনই জেনে নিন।

+
বাজারে

বাজারে মহার্ঘ ইলিশ

#কোচবিহার: কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। আর সেই মাছ যদি ইলিশ হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু জেলার বাজারে ইলিশে হাত দিতে গেলে রীতিমত হাত পুড়ছে সাধারণ ক্রেতাদের। কারণ ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের একেবারে বাইরে রয়েছে।
৬০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় ১২০০ টাকায়। একটু বড় ইলিশ হলে বিকোচ্ছে ১৬০০ কিংবা ২০০০ টাকা দামে। ফলে জেলার মাছ বাজারে অল্প-স্বল্প ইলিশের দেখা পাওয়া গেলেও ইলিশ কিনতে গিয়ে ভাবতে হচ্ছে ক্রেতাদের একাংশকে।
জেলার একজন মৎস্য ব্যবসায়ী গোপাল সিংহ জানান, বাজারে ইলিশ মাছের দাম খুবই বেশি হয়ে রয়েছে। তবে যোগান বাড়লে কিছুটা দাম কমবে। তখন বড় সাইজের ইলিশও পাওয়া যাবে। পুজোর সময় যোগানের ওপর ভিত্তি করে দাম কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয় কামারপুকুরের সাদা বোঁদে, স্বাদ ও দামে দশ গোল
কোচবিহারে ভবানীগঞ্জ বাজারের আরেকজন মৎস বিক্রেতা আজিজুল হোসেন জানান, “ইলিশের দাম খুব বেশি থাকায় বাজারে খুব একটা ইলিশ মাছের বিক্রি হতে দেখা যাচ্ছে না। সামনেই দুর্গা পুজো, সেই সময়েও যদি এই রকমই দাম থাকে ইলিশের, তা হলে খুবই অসুবিধায় পড়তে হবে মৎস্য বিক্রেতাদের।
advertisement
এখন ১২০০ থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত ইলিশের দাম রয়েছে। ছোট হোক কিংবা বড়, সব ধরনের ইলিশেরই দাম খুবই বেশি রয়েছে বর্তমানে। তাই বাজারে সেরকম একটা ইলিশ দেখতে পাওয়া যাচ্ছে না।
যতটুকু মাছ বাজারে বিক্রি জন্য আসছে ক্রেতারা তা কিনতে সাহস করতে পারছেন না। এছাড়া পদ্মার ইলিশ খুব কম দেখা যাচ্ছে বাজারের মধ্যে। যে কয়েকজনের বিক্রেতার কাছে পদ্মার ইলিশ আছে তাঁরা কম দামে বিক্রি করছেন না।
advertisement
আরও পড়ুন- গ্রামকে বর্গীদের হাত থেকে রক্ষা করতে বানানো হয়েছিল কয়েকশো শিব মন্দির
জয়দেব মন্ডল নামের এক ক্রেতা জানান, দাম বেশি হলেও অনেকেই ইলিশ কিনছেন। তবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে ইলিশ মাছ হাত দেওয়া সম্ভব হচ্ছে না।
আরেক ব্যবসায়ী বললেন, বড় ইলিশের স্বাদও কম। তবু বাড়তি টাকা খরচ করে হলেও ইলিশ নিয়ে যাচ্ছেন অনেকে। তবে সকলেই আশা করছেন, দুর্গা পুজোর আগে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালের চলে আসবে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুজোয় বাজারে ইলিশ সস্তা হবে? ব্যবসায়ীরা দিলেন বড় খবর, শুনলে আপনারই লাভ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement