Birbhum News: এই গ্রামের ২ কিলোমিটার জুড়ে রয়েছে শতাধিক শিব মন্দির, জানুন মজার ইতিহাস
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
৫০০ বছরের পুরনো শতাধিক মন্দিরের ঐতিহাসিক কাহিনী। বীরভূমের মধ্যে অবস্থিত মন্দির নগরী কড়িধ্যা।
বীরভূম: কড়িধ্যা গ্রামে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিরাজমান শতাধিক শিব মন্দির। আর গোটা গ্রামে মোট মন্দির সংখ্যা প্রায় তিন শতাধিক । এই মন্দিরগুলির প্রত্যেকটি তৈরি হয়েছে তুবড়ি ইঁট দিয়ে. এবং প্রতিটি মন্দিরের চূড়াও তৈরি হয়েছে তুবড়ি ইঁট ও চুন-সুরকি দিয়ে খিলান পদ্ধতিতে। তুবড়ি ইটের ব্যবহার থেকে অনুমান করা হয় এই মন্দিরগুলির বয়স আনুমানিক ৫০০ বছর। এবং সব মন্দির গুলি একই সময়ে তৈরি হয়েছে |
কথিত আছে, হেতমপুর ও রাজনগরে রাজাদের রাজত্ব চলাকালীন কড়িধ্যা বর্ধিষ্ণু জনপদ হিসেবে পরিচিত ছিল | এই গ্রামের মধ্যে দিয়েই গিয়েছে রাজনগরের রাজপথ, যা এখনও বর্তমান | বর্গী আক্রমনের সময়, রাজনগরের রাজাদের সঙ্গে বর্গীদের যুদ্ধ বাঁধে | কড়িধ্যা থেকে অনতি দুরে রাজারপুকুর, নগরী ও সংলগ্ন মাঠ হয়ে উঠেছিল যুদ্ধ ক্ষেত্র।
জানা যায়, বর্গীরা যেসমস্ত জনপদ দিয়ে যেত, সেই সমস্ত জনপদ থেকে তারা খাবার বা রসদ সংগ্রহ করত, যাতে তারা পরবর্তী লড়াইটা চালিয়ে নিয়ে যেতে পারে | তাই যুদ্ধ ক্ষেত্র লাগোয়া গ্রামের উপর বর্গীরা চড়াও হয়ে খাবার বা রসদ জোগাড় করত।গ্রামের উপর বর্গী আক্রমন রুখতে কৌশল নেন রাজা রামরাম সেন। তিনি গ্রামবাসীদেরকে পরামর্শ দেন এই শিব মন্দির প্রতিষ্ঠা করার | কারণ বর্গীরা ছিল শিবভক্ত | তাই কোথাও শিব মন্দির দেখলে সেই গ্রামে তারা হানা দিত না |
advertisement
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: বসিরহাটের কুমারপুকুরের প্রাচীন বেতশ্রী কালী মন্দিরের ইতিহাস জানুন
রাম রাম সেনের কথামত এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করে কড়িধ্যা গ্রামের বাসিন্দারা.|আর সেই বুদ্ধি বা কৌশল কে কাজেও লাগে এই শিব মন্দিরগুলি স্থাপন করার পর আর কড়িধ্যায় হানা দেয়নি বর্গীরা | সেই মন্দিরগুলি থেকে গিয়েছে আজও অনেক মন্দির স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সংস্কার করা হলেও, কিছু মন্দির ভগ্নপ্রায় দশাতেই থেকে গিয়েছে আজও. তবে নিত্যপুজো দেওয়া হয় প্রায় সব মন্দিরেই |l
advertisement
সৌভিক রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 11:14 PM IST