What's That: ঝোপের ফাঁকে ওটা কী! দেখেই  দৌড় দিল পর্যটকরা

Last Updated:

What's That: ডুয়ার্সের ঘন জঙ্গল ভেদ করে বন্যপ্রাণীর লোকালয়ে হানা নতুন কিছু নয়। বন্য জীবজন্তুর পাশাপাশি সরীসৃপের আনাগোনাও কম নয়। তাই সারাবছরই ভয়ে ভয়ে দিন যাপন করতে হয় জঙ্গল লাগোয়া এলাকাবাসীদের।

+
title=

জলপাইগুড়ি:  ডুয়ার্সের ঘন জঙ্গল ভেদ করে বন্যপ্রাণীর লোকালয়ে হানা নতুন কিছু নয়। বন্য জীবজন্তুর পাশাপাশি সরীসৃপের আনাগোনাও কম নয়।তাই সারাবছরই ভয়ে ভয়ে দিন যাপন করতে হয় জঙ্গল লাগোয়া এলাকাবাসীদের। এদিন জঙ্গল লাগোয়া একটি রিসোর্ট থেকে উদ্ধার হয় বিশাল আকৃতির একটি কিং কোবরা। যা নিয়ে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
উৎসবের মরশুমে জঙ্গল ঘেরা রিসর্টগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এদিন ঘন জঙ্গল লাগোয়া একটি রিসোর্ট থেকে উদ্ধার করা হয় বিশালাকার কিং কোবরা। জানা যায়, রবিবার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই কিং কোবরাটি উদ্ধার করা হয়।
advertisement
advertisement
চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাই এসে সেটিকে উদ্ধার করে। এদিন রিসর্টের কর্মীরা কিং কোবরা টিকে রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখে। এরপরেই আতঙ্কিত হয়ে পরেন সকলই। দ্রুত খবর দেওয়া হয় দিবসকে।
advertisement
দিবস এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করে বন্দি করে। দিবস জানায়, কিং কোবরাটি লম্বায় প্রায় ১০ ফিট। তবে সেটি সুস্থ আছে। বনদফতরের সাহায্যে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য,ওই রিসোর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। এদিন কিং কোবরার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় সেটিকে দেখতে।
advertisement
Surajit Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
What's That: ঝোপের ফাঁকে ওটা কী! দেখেই  দৌড় দিল পর্যটকরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement