What's That: ঝোপের ফাঁকে ওটা কী! দেখেই দৌড় দিল পর্যটকরা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
What's That: ডুয়ার্সের ঘন জঙ্গল ভেদ করে বন্যপ্রাণীর লোকালয়ে হানা নতুন কিছু নয়। বন্য জীবজন্তুর পাশাপাশি সরীসৃপের আনাগোনাও কম নয়। তাই সারাবছরই ভয়ে ভয়ে দিন যাপন করতে হয় জঙ্গল লাগোয়া এলাকাবাসীদের।
জলপাইগুড়ি: ডুয়ার্সের ঘন জঙ্গল ভেদ করে বন্যপ্রাণীর লোকালয়ে হানা নতুন কিছু নয়। বন্য জীবজন্তুর পাশাপাশি সরীসৃপের আনাগোনাও কম নয়।তাই সারাবছরই ভয়ে ভয়ে দিন যাপন করতে হয় জঙ্গল লাগোয়া এলাকাবাসীদের। এদিন জঙ্গল লাগোয়া একটি রিসোর্ট থেকে উদ্ধার হয় বিশাল আকৃতির একটি কিং কোবরা। যা নিয়ে স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
উৎসবের মরশুমে জঙ্গল ঘেরা রিসর্টগুলিতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এদিন ঘন জঙ্গল লাগোয়া একটি রিসোর্ট থেকে উদ্ধার করা হয় বিশালাকার কিং কোবরা। জানা যায়, রবিবার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরার একটি বেসরকারি রিসর্ট থেকে ওই কিং কোবরাটি উদ্ধার করা হয়।
advertisement
advertisement
চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাই এসে সেটিকে উদ্ধার করে। এদিন রিসর্টের কর্মীরা কিং কোবরা টিকে রিসর্টের ভিতরে ঘোরাফেরা করতে দেখে। এরপরেই আতঙ্কিত হয়ে পরেন সকলই। দ্রুত খবর দেওয়া হয় দিবসকে।
advertisement
দিবস এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করে বন্দি করে। দিবস জানায়, কিং কোবরাটি লম্বায় প্রায় ১০ ফিট। তবে সেটি সুস্থ আছে। বনদফতরের সাহায্যে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য,ওই রিসোর্টের পাশেই আছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাটি রিসর্টে এসেছে বলে সকলের ধারণা। এদিন কিং কোবরার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় সেটিকে দেখতে।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 7:09 PM IST