পাচার নাকি বাড়তি রোজগারের আশা? মেয়েরা কেন স্বেচ্ছায় পাড়ি ভিনরাজ্যে? যা বলছে চা বলয় শুনলে চমকে যাবেন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কেউ দ্বাদশ উত্তীর্ণ, কেউ আবার স্নাতক, কেউ করেছে বি এড। চা বাগানের শিক্ষিত মেয়েরা বসে না থেকে করছেন এই কাজ! কেউ আর থাকতে চাইছেন না! কী ঘটছে উত্তরবঙ্গে? দেখুন।
জলপাইগুড়ি: ভাল কাজের অভাব, বাড়তি উপার্জনের আশায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে ডুয়ার্সের চা বলয়ের শিক্ষিত মেয়েরা! কেউ দ্বাদশ উত্তীর্ণ, কেউ আবার স্নাতক, কেউ করেছে বি এড। চা বাগানের এই শিক্ষিত মেয়েরাই ভিন রাজ্যে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। জুরন্তী চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা কী বলছেন?
ডুয়ার্সের মেটেলি ব্লকের জুরন্তী চা বাগানের ডেলে লাইন এলাকার অনেক শিক্ষিত ছেলে এবং মেয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে, ফিরেও এসেছে এবং বাড়িতে মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে তারা। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডুয়ার্সের চা বলয় থেকে তিনগুণ টাকা। মাসে মাসে বাড়িতে টাকাও পাঠাচ্ছে।
advertisement
advertisement
প্রায় প্রতিদিন ফোনে মেয়ের সঙ্গে কথা হচ্ছে। তারা ভাল রয়েছে। এলাকায় কাজ থাকলেও তেমন বেতন নেই, সেজন্য শিক্ষিত মেয়েরা বাইরে যাচ্ছে দাবি পরিবারের। ভিনরাজ্যে পাড়ি দেওয়ার আগে শিলিগুড়িতে পরপর দুবার উদ্ধার হয়েছে চা বলয়ের মেয়েরা। পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে তাদের নিয়ে যাওয়া ব্যক্তিরা। তবে এভাবে চা বাগানের মেয়েদের পাচারের কথা শুনে অবাক জুরন্তী চা বাগানের বাসিন্দারা। পাচারের কথা কার্যত মানতে নারাজ তারা। এবিষয়ে জুরন্তী চা বাগানের বাসিন্দা জেলা পরিষদের সদস্য স্নমিতা কালান্দি জানিয়েছেন, পাচারের অভিযোগে এই চা বাগানের বাসিন্দা পেট্রাস বেকে গ্রেফতার হয়েছে। এই এলাকায় পাচার বলে আমরা কিছু খুঁজে পাইনি। ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যদি কেউ যায় তারা নিজের ইচ্ছায় গিয়েছে।
advertisement
আমাদের রাজ্যেও অনেক বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক আসছে, এরাও সে ভাবে যাচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। চা বাগানের জন্য রাজ্য সরকার অনেক কাজ করেছে, অনেকের কর্মসংস্থান হয়েছে। যারা যাচ্ছে তারা পাচার নয়, প্রত্যেকে প্রায় শিক্ষিত বাড়তি উপার্জনের জন্য যাচ্ছে। এই বিষয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হবে। তবে এলাকাবাসীরা প্রশ্ন তুলছে উত্তরবঙ্গ এবং চা বলয় যদি ভাল মোটা অর্থ উপার্জনের ব্যবস্থা থাকত তাহলে কি এই শিক্ষিত মেয়েরা অন্য রাজ্যে যেত?
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 7:08 PM IST
