West Bengal Police: ঝাঁ-চকচকে গাড়িতে দিনের পর দিন 'ব্যবসা' চলত, বাগডোগরা পুলিশের জালে ৫! গাড়ি থেকে কী উদ্ধার হল জানেন?
- Published by:Raima Chakraborty
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
West Bengal Police: বাগডোগরার মুনি চা বাগানের ৩১ নং জাতীয় সড়কে ২টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার সব। পুলিশেরও চোখ কপালে! এ কী মারাত্মক কাণ্ড...
বাগডোগরা: বিলাসবহুল গাড়িতে করে গাঁজা পাচারের ছক! বানচাল করল পুলিশ! ৫৪ কেজি গাঁজা-সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ও বাগডোগরা থানার পুলিশ।
বাগডোগরার মুনি চা বাগানের ৩১ নং জাতীয় সড়কে ২টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গাঁজা! জানা গিয়েছে কোচবিহার থেকে বিহারে পাচারের আগেই তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সাতটি প্যাকেট বন্দি ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঠিক এক সপ্তাহ সময় দিল কমিশন! বিহারে ঝড় তুলবেন নাকি ক্ষমা চাইবেন? রাহুল গান্ধির দিকে তাকিয়ে দেশ
জানা গিয়েছে, শীতলকুচি থেকে কিষাণগঞ্জ হয়ে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। ঘটনাস্থলে গ্রেফতার জামিনুল মিয়া, অজয় বর্মন, অনিল নমো দাস, বিকাশ বর্মন ও জামিনুর মিয়া। ধৃতরা কোচবিহারের শীতলকুচির বাসিন্দা।
advertisement
advertisement
আরও পড়ুন: তৃণমূলের ‘মৃত্যুঘণ্টা’ বাজানোর হুঙ্কার শমিকের! দাবি, ‘সব বাধা গুঁড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে’
ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি ওয়েস্ট দেবাশিস বোস জানান, মাদকের বিরুদ্ধে অভিযান লাগাতার চলছে, শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে অন্য রাজ্যের পাচারকারীরা ব্যবসা করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 8:25 PM IST