WB Panchayat Election 2023: লাখ-লাখ টাকায় বিক্রি তৃণমূলের টিকিট? তোলপাড় শাসক দল! পথে তৃণমূলই
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
West Bengal Panchayat Election 2023: জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নুর আজম।
মালদহঃ প্রার্থী তালিকা ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভ তৃণমূলের অন্দরে। মালদহের হরিশচন্দ্রপুরে বন্যাত্রাণ দুর্নীতি এবং চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার ঘটনায় অভিযুক্তকে জেলা পরিষদের টিকিট দেওয়া হচ্ছে এমন আশঙ্কায় রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ দলেরই কর্মীদের একাংশের। জেলা পরিষদের টিকিট পেতে পারেন অঞ্চল সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নুর আজম। এই সম্ভাবনার কথা চাউর হতেই ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের একাংশ। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা। গাজোল-এর পর এবার হরিশ্চন্দ্রপুরেও প্রার্থী ঘোষণার আগেই বিড়ম্বনা বাড়ছে। সম্ভাব্য প্রার্থী তথা অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন দলের কর্মী সমর্থকেরা। এই নিয়ে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা।
advertisement
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ, উপ-প্রধান মহম্মদ নুর আজমের নামে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে। চাকরি দেওয়ার নাম করে তিনি এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছে। তাঁকেই দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। প্রতিবাদে কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কুশিদা ও বরুই-২ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
advertisement
তাঁরা আরও অভিযোগ করে বলেন, নুর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ১০০ দিন প্রকল্পে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে। আবার দল তাঁকেই টিকিট দিচ্ছে। এতেই পরিস্কার বোঝা যাচ্ছে টাকার বিনিময়ে তাঁকে টিকিট দেওয়া হচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের এমন বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূলের বিপক্ষে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 12:49 PM IST