Bhutan River: ভুটানের নদী দূষণ ছড়াচ্ছে বাংলায়, কেন্দ্রের দ্বারস্থ হতে চায় রাজ্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
পড়শি দেশের বয়ে আসা নদীর জলে দূষিত হচ্ছে আমাদের রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। তাই নিয়েই এবার সরব হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
কলকাতা: পড়শি দেশের বয়ে আসা নদীর জলে দূষিত হচ্ছে আমাদের রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। তাই নিয়েই এবার সরব হলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ভুটানের নদীর জলে খনিজ পদার্থ ডলোমাইটের পরিমাণ অত্যাধিক বেশি। সেই নদীর জল বাংলায় ঢুকছে এবং এই দূষিত জলের কারণে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে। বিষয়টি নিয়ে বিজেপি শিবিরের কোনও উদ্যোগ নেই বলেই অভিযোগ তোলা হয়েছে শাসক শিবির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
দূষণের ইস্যুতে ভারত-ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে কেন্দ্রের কাছে আবেদন করার জন্য একটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছিলেন তিনি। কিন্তু এই বিষয়ে বিজেপি পরিষদীয় দল তেমন কোনও উৎসাহ এখনও পর্যন্ত দেখাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বুধবার বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
advertisement
তৃণমূল বিধায়কের বক্তব্য শুনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রীকে আবারও একই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন, যদি এরপরও বিজেপির কেউ কেন্দ্রের কাছে যেতে রাজি না হয় তাহলে শাসক দলের বিধায়কদের একটি প্রতিনিধিদল বিষয়টি নিয়ে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এবং কেন্দ্রের কাছে দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ।
advertisement
কয়েকমাস আগে বন্যায় উত্তরবঙ্গ ভেসে যাওয়ার ঘটনায় কেন্দ্রকে নিশানা করেছিল তৃণমূল। সেই সময় অভিযোগ ওঠে, ডিভিসির অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির দেখা দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সেই সময় দাবি করা হয়েছিল, ভুটান থেকে জল ছাড়ার ফলেই উত্তরবঙ্গ প্লাবিত হয়। এখন সেই ভুটান থেকে আসা নদীর দূষিত জল নিয়ে কেন্দ্রের কাছে দ্বারস্থ হতে চায় শাসক শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 3:45 PM IST