Tab Scam Case: ট্যাব-কাণ্ডে বড় খবর, চাকরি গেল শিক্ষকের! তালিকায় একাধিক শিক্ষক-শিক্ষিকার নাম
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Tab Scam Case: ট্যাব-কাণ্ডে এবার শাস্তিমূলক পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত করা হল স্কুল শিক্ষককে।
কলকাতা: ট্যাব-কাণ্ডে এবার শাস্তিমূলক পদক্ষেপ স্কুল শিক্ষা দফতরের। চাকরি থেকে বরখাস্ত করা হল এক স্কুল শিক্ষককে। পূর্ব বর্ধমানে কর্মরত চুক্তিভিত্তিক এক স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের।
ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ওই চুক্তিভিত্তিক স্কুল শিক্ষকের নাম তদন্তে উঠে এসেছে। তারপরেই বরখাস্ত করার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। বরখাস্তের চিঠিও পাঠানো হয়েছে পূর্ব বর্ধমান জেলাকে। তদন্তে আরও কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম উঠে এসেছে।
আরও পড়ুন: মা-কে হারিয়ে ফিরেছিলেন বাড়ি, সেখানেই সবচেয়ে বড় সুখবর পেলেন অর্পিতা! আর নয় জেল-বাস
তাঁদের ব্যাপারেও পুলিশি তদন্ত থেকে কী কী উঠে এল তার তথ্য চেয়েছে রাজ্য পুলিশের থেকে স্কুল শিক্ষা দফতর। রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্কুল শিক্ষা দফতর বলেই সূত্রের খবর। রাজ্য পুলিশকে দ্রুত রিপোর্ট দিতে বলেছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ, ২০২৩-এ সর্বোচ্চ CTC ৬১,৪৮,৬৪০ টাকা! পাশ করে বেরিয়েই কোটি টাকার চাকরি গ্যারান্টি! জানুন
রাজ্য সরকারের ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগকে কেন্দ্রে করে উত্তাল রাজ্য-রাজনীতি। এক জনের টাকা, অন্য জনের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। প্রথমে দাবি করা হয়, পড়ুয়াদের ‘ভুলে’ই গরমিল হয়েছে। অনেকে আবার স্কুলের ক্লার্কদের দায়ী করেছিলেন। কিন্তু এমন অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন স্কুল কর্মীদের সংগঠন। একই সঙ্গে ট্যাব-কাণ্ডের সঠিক তদন্তের দাবি জানিয়েছে তাঁরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 2:11 PM IST