Latest Bangla News|| ছেলে সিভিক ভলান্টিয়ার, মায়ের সঙ্গে ঘটে গেল হাড়হিম করা ঘটনা! স্তম্ভিত গোটা গ্রাম...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal crime news: মালদহের শেখপুরা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা মৃত মহিলার নাম বেবি বিবি (৫৫)। স্বামী শেখ সাজুদ শ্রমিকের কাজে ভিন রাজ্যে রয়েছে। ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার।
#মালদহ: মালদহের মানিকচকে কুপিয়ে খুন প্রৌঢ়া। সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঢুকে মাকে কুপিয়ে খুন। বাড়িতে কেউ না থাকার সুযোগে খুন মহিলা। মানিকচকের পূর্ব শেখপুরা গ্রামের ঘটনা। চুরি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বলে অনুমান স্থানীয়দের। মৃতের ছেলে রাতে মানিকচক থানায় কর্মরত ছিলেন। সকালে বাড়িতে ফিরে রক্তাক্ত দেহ দেখতে পান। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বেবি বিবি (৫৫)। শেখপুরা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা। স্বামী শেখ সাজুদ শ্রমিকের কাজে ভিন রাজ্যে রয়েছে। ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। রবিবার সকালে কাজ শেষ করে বাড়ি ফিরেন ছেলে। মায়ের কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়।
advertisement
আরও পড়ুন: মধ্যরাত্রে বৃদ্ধার প্রবল চিৎকারে ঘুম ভাঙল পড়শিদের! ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দ্রশ্য!
স্থানীয় ও পরিবারের অনুমান, এলাকায় প্রতিনিয়ত ছোটবড়ো চুরির ঘটনা সামনে আসছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে মাদক সেবনকারীদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। বাড়িতে চুরির আগে মহিলা দেখে ফেলায় খুনের ঘটনা হয়ে থাকতে পারেন। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 6:08 PM IST