Bangla News|| গ্রাম দত্তক নিয়েছিলেন, এ বারে পরিদর্শনে সাংসদ সুকান্ত মজুমদার, তারপর যা বললেন...

Last Updated:

Bangla News: কল আছে, জল নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরেই বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তার দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদ গ্রামে যান।

+
দত্তক

দত্তক নেওয়া গ্রামে সাংসদ

দক্ষিণ দিনাজপুর: কল আছে, জল নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরেই বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তার দত্তক নেওয়া গ্রাম চকরাম প্রসাদ গ্রামে গিয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে দেখা যায়।
এ দিন ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদার যাবার পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের খোভ প্রকাশ করেন। উল্লেখ্য, চকরাম প্রসাদ গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের কল দেওয়া হয়। এক বছরের বেশি সময় আগে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি কল পৌঁছলেও পৌঁছয়নি জল।
advertisement
আরও পড়ুনঃ কাছে টেনে জড়িয়ে নিলেন শোভন, বৈশাখীকে কী কী উপহারে ভরিয়ে দিলেন? জানলে হকচকিয়ে যাবেন
খরার মরসুমে চরম জলকষ্টে গ্রামবাসীরা। বিশেষ করে বাড়িতে কল থাকা সত্ত্বেও তাতে জল না পড়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। চকরাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছেন বালুঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
advertisement
এ দিন বালুঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, পিএইচই থেকে বাড়ি বাড়ি জল প্রকল্পের নিম্নমানের কাজ হয়েছে। বিষয়টি পিএইচইকে জানাব। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প কেন জল পাচ্ছে না বিষয়টি কেন্দ্রীয় টিমকে তদন্ত করার কথা বলা হবে।
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News|| গ্রাম দত্তক নিয়েছিলেন, এ বারে পরিদর্শনে সাংসদ সুকান্ত মজুমদার, তারপর যা বললেন...
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement