HS Exam 2025: উচ্চমাধ্যমিক শুরু হতেই দুর্দান্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য ৩০ রুটে পরীক্ষা স্পেশাল বাস চালু করল NBSTC
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
West Bengal WBCHSE HS Class 12th Exam 2025: ৩০টি রুটে বাস পরিষেবা শুরু করল এনবিএসটিসি
কোচবিহার: ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় বোর্ডের পরীক্ষা উচ্চমাধ্যমিক। আর এই পরীক্ষা নিয়েও চিন্তায় থাকতে দেখা যায় প্রায় প্রত্যেক ছাত্র-ছাত্রীদের। পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর তাড়া থাকে প্রায় সকল পরীক্ষার্থীর মধ্যেই। আর এই বিষয়টি মাথায় রেখেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম শুরু করল এক বিশেষ ব্যবস্থা। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসমস্ত ছাত্র-ছাত্রী দূর-দূরান্তের স্কুলগুলিতে পরীক্ষা দিতে যাবে। তাঁদের জন্য বিশেষ মোট ৩০টি রুটে বাস পরিষেবা শুরু করা হল। যেগুলি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, “উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মোট ৩০টি রুটে বাস চালানো হচ্ছে। যেগুলি রুটে আগে বাস চালানো হত না, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে সেই রুটগুলিতেই এই বাসগুলি চালানো হবে। এছাড়া সাধারণ রুটেও থাকবে বাস পরিষেবা। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বাসের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সহজেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। সরকারি ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হবে এই বাসগুলিতে। এই সুবিধা পাবেন সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “যেই রুটগুলিতেই পরিষেবা চালানো হবে তার মধ্যে রয়েছে, কন্ট্রোলেরহাট থেকে সাহেবগঞ্জ ভায়া চৌধুরীহাট। এছাড়া শালমারা থেকে দিনহাটা ভায়া নাজিরহাট, বাসন্তীর হাট এবং ব্যাক। এই ধরনের রুটে বাস চলাচল করলে পরীক্ষার্থীদের অনেকটা সুবিধা হবে। এই পরিষেবা গোটা উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চালানো হবে।” কোচবিহারের এক ছাত্রীর অভিভাবক রতন সরকার জানান, “যে সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসে। তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই উপকারী বলে প্রমাণিত হবে। এই পরিষেবার ফলে যেমন সময় কম লাগবে, তেমনই পথ দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমে যাবে। তাই এনবিএসটিসি-এর এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয়।”
advertisement
পরীক্ষার শুরুর দিন থেকেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। বহু ছাত্র-ছাত্রীদের দেখা গেল বাসে করে পরীক্ষা কেন্দ্র যাওয়ার জন্য। এই পরিষেবার ফলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং আসা অনেকটাই সহজ হচ্ছে পরীক্ষার্থীদের। এই পরিষেবা পেয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরাও অনেকটাই খুশি।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 2:00 PM IST
