Watch Video: এই গরমেও স্নান করে না ডুয়ার্সের রাধারানি গ্রামের বাসিন্দারা! কারণ শুনলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Watch Video: জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের রাধারানি চা বাগানে। এই চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর পূর্বে প্রতিটি ঘরে পাইপ লাইনের কানেকশন দেওয়া হয়েছিল। যদিও সেখান থেকে জল পড়ে না
আলিপুরদুয়ার: প্রচন্ড গরম সত্ত্বেও এই গ্রামের বাসিন্দারা স্নান করতে পারছেন না। জলের অভাবে গত এক বছর ধরে এমনই দুর্বিসহ অবস্থায় দিন কাটছে রাধারানি গ্রামের বাসিন্দাদের। শরীরে প্রবল অস্বস্তি হলেও স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই স্নান না করে থাকতে হচ্ছে তাঁদের।
জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের রাধারানি চা বাগানে। এই চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর পূর্বে প্রতিটি ঘরে পাইপ লাইনের কানেকশন দেওয়া হয়েছিল। এখনও সেই পাইপ লাইন রয়েছে, কিন্তু তা থেকে আর জল পড়ে না। বাসিন্দারা জানান প্রথম তিনদিন জল পেয়েছিলেন। তারপর থেকে সেই কল শুকনো খটখটে হয়ে পড়ে আছে। জল প্রকল্পের জলাধার দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে পিএইচই-র দফতরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দফতরের কোনও কর্মী একদিনের জন্যও আসেনি এলাকায়। বর্তমানে এখানে জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
advertisement
আরও পড়ুন: শোলার কাজ করেই স্বনির্ভর গ্রামের মহিলারা
advertisement
এখানকার বাসিন্দারা জানিয়েছেন, বাধ্য হয়ে জল সংগ্রহ করতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নদীতে যেতে হয়। এক সপ্তাহের জল সেখান থেকেই আনা হয়। পানীয় জল পান করার পর যতটুকু জল বাঁচে তা দিয়ে স্নান সারেন তাঁরা। গরমে প্রতিদিন স্নান না করতে পেরে অস্বস্তি বাড়ছে এলাকার বাসিন্দাদের। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2024 8:18 PM IST