Watch Video: এই গরমেও স্নান করে না ডুয়ার্সের রাধারানি গ্রামের বাসিন্দারা! কারণ শুনলে অবাক হবেন

Last Updated:

Watch Video: জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের রাধারানি চা বাগানে। এই চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর পূর্বে প্রতিটি ঘরে পাইপ লাইনের কানেকশন দেওয়া হয়েছিল। যদিও সেখান থেকে জল পড়ে না

+
জলের

জলের হাহাকার

আলিপুরদুয়ার: প্রচন্ড গরম সত্ত্বেও এই গ্রামের বাসিন্দারা স্নান করতে পারছেন না। জলের অভাবে গত এক বছর ধরে এমনই দুর্বিসহ অবস্থায় দিন কাটছে রাধারানি গ্রামের বাসিন্দাদের। শরীরে প্রবল অস্বস্তি হলেও স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই স্নান না করে থাকতে হচ্ছে তাঁদের।
জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের রাধারানি চা বাগানে। এই চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর পূর্বে প্রতিটি ঘরে পাইপ লাইনের কানেকশন দেওয়া হয়েছিল। এখনও সেই পাইপ লাইন রয়েছে, কিন্তু তা থেকে আর জল পড়ে না। বাসিন্দারা জানান প্রথম তিনদিন জল পেয়েছিলেন। তারপর থেকে সেই কল শুকনো খটখটে হয়ে পড়ে আছে। জল প্রকল্পের জলাধার দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে পিএইচই-র দফতরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দফতরের কোনও কর্মী একদিনের জন্য‌ও আসেনি এলাকায়। বর্তমানে এখানে জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
advertisement
advertisement
এখানকার বাসিন্দারা জানিয়েছেন, বাধ্য হয়ে জল সংগ্রহ করতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নদীতে যেতে হয়। এক সপ্তাহের জল সেখান থেকেই আনা হয়। পানীয় জল পান করার পর যতটুকু জল বাঁচে তা দিয়ে স্নান সারেন তাঁরা। গরমে প্রতিদিন স্নান না করতে পেরে অস্বস্তি বাড়ছে এলাকার বাসিন্দাদের। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Watch Video: এই গরমেও স্নান করে না ডুয়ার্সের রাধারানি গ্রামের বাসিন্দারা! কারণ শুনলে অবাক হবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement