#কলকাতা: মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যে ভোটগ্রহণ । তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে । এক নজরে জেনে নিন এই পাঁচটি কেন্দ্র সম্পর্কে কিছু তথ্য ।
১.বালুরঘাট
-মোট ভোটার: ১২ লক্ষ ৯০ হাজার ৯৬৭- পুরুষ ভোটার: ৬ লক্ষ ২২ হাজার ২৬৯- মহিলা ভোটার: ৫ লক্ষ ৮৭ হাজার ৪৪৫
- তৃতীয় লিঙ্গের ভোটার: ৫৩- ভোট কেন্দ্র: ১৩০৫তৃণমূল প্রার্থী-অর্পিতা ঘোষবিজেপি প্রার্থী-ডা: সুকান্ত মজুমদারকংগ্রেস প্রার্থী- সাদিক সরকারবাম প্রার্থী-রণেন বর্মন
২০১৪ লোকসভার নির্বাচনের ফলআরএসপি প্রার্থী বিমলেন্দু সরকারকে পরাস্ত করেছিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ।
২.মালদহ উত্তর
মোট ভোটার- ১৬ লক্ষ ৮৩ হাজার ৮৬৪পুরুষ ভোটার- ৮ লক্ষ ৬২ হাজার ৩৫৯মহিলা ভোটার- ৮ লক্ষ ১৯ হাজার ৩৬৬অন্যান্য ভোটার- ৫৭
তৃণমূল প্রার্থী-মৌসম বেনজির নূরবিজেপি প্রার্থী-খগেন মূর্মুকংগ্রেস প্রার্থী- ঈশা খান চৌধুরীবাম প্রার্থী-বিশ্বনাথ ঘোষ
২০১৪ লোকসভার নির্বাচনের ফলকংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন মৌসম বেনজির নূর, পরাস্ত করেছিলেন তৎকালীন সিপিআইএম প্রার্থী খগেন মূর্মুকে ।
৩.মালদহ দক্ষিণ
মোট ভোটার-১৩ লক্ষ ৪৭ হাজার ১৪৩পুরুষ ভোটার-৬ লক্ষ ৯২ হাজার ৩৮৬মহিলা ভোটার-৬ লক্ষ ৫৪ হাজার ৭৫৭
তৃণমূল প্রার্থী-ড: মোয়াজ্জেম হোসেনবিজেপি প্রার্থী-শ্রীরূপা মিত্র চৌধুরিকংগ্রেস প্রার্থী-আবু হাসেম খান চৌধুরী
২০১৪ লোকসভার নির্বাচনের ফলবিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়কে পরাস্ত করেছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী
৪.জঙ্গিপুর
- মোট ভোটার: ১৬ লক্ষ ১২ হাজার ৭৭৫- মহিলা ভোটার: ৭ লক্ষ ৮৯ হাজার ১৯৪- পুরুষ ভোটার: ৮ লক্ষ ২৩ হাজার ৫৩৮- তৃতীয় লিঙ্গের ভোটার: ৪৩
তৃণমূল প্রার্থী-খলিলুর রহমানবিজেপি প্রার্থী-মাফুজা খাতুনকংগ্রেস প্রার্থী- অভিজিৎ মুখোপাধ্যায়বাম প্রার্থী-জুলফিকার আলি
২০১৪ লোকসভার নির্বাচনের ফল- সিপিএমের মোজাফ্ফর হোসেনকে ৮ হাজারের সামান্য বেশি ভোটে হারান অভিজিৎ মুখোপাধ্যায়
৫.মুর্শিদাবাদ
- মোট ভোটার: ১৪ লক্ষ ৮১ হাজার ৬৫৪- মহিলা ভোটার: ৭ লক্ষ ২৩ হাজার ৬৯৫- পুরুষ ভোটার: ৭ লক্ষ ৫৭ হাজার ৯৩৬- তৃতীয় লিঙ্গের ভোটার: ২৩
তৃণমূল প্রার্থী-আবু তাহের খানবিজেপি প্রার্থী-হুমায়ুন কবীরকংগ্রেস প্রার্থী-আবু হেনাবাম প্রার্থী-বদরুদ্দোজা খান
২০১৪ লোকসভার ফলকংগ্রেস প্রার্থী আবদুল মান্নান হোসনকে ১৮ হাজারের বেশি ভোটে হারান সিপিএমের বদরুদ্দোজা খান
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Balurghat S25p06, Jangipur S25p09, Maldaha Dakshin S25p08, Maldaha Uttar S25p07, Murshidabad S25p11