Voter ID Card: এখনও ভোটার কার্ড বানানো হয় নি? সামনে সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা চলবে না

Last Updated:

এক মাস ধরে চলবে নির্বাচন কমিশনের এই বিশেষ কর্মসূচি, নতুন নাম নথিভুক্ত ভোটার তালিকায় সংশোধন সমস্ত কিছু করতে পারবেন সাধারণ ভোটাররা।

+
নির্বাচন

নির্বাচন কমিশনের বিশেষ কর্মসূচি

মালদহ: আপনার বয়স কি ১৮! তবে আপনি একজন ভারতীয় ভোটার হয়েছেন। গনতান্ত্রিক অধিকার হিসাবে আপনি এবার নির্বাচনে ভোটদান করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে আবেদন করতে হবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য। আপনি তাহলে এক্ষুনি আবেদন করুন ভোটার তালিকা নিজের নাম নথিভুক্ত করার জন্য। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্তের প্রক্রিয়া।
শুধুমাত্র তাই নয়, ভোটার তালিকায় বা ভোটার কার্ডে কারো কিছু ভুল থাকলে সংশোধন করা যাবে এক্ষুনি। তার জন্য নিদির্ষ্ট ফর্ম রয়েছে। সেই ফর্মে আবেদন করতে হবে। আপনি অনলাইন পদ্ধতিতেও করতে পারেন। আবার ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথস্তরে স্পেশাল ক্যাম্প করা হচ্ছে। সেখানেও নাগরিকেরা আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে বুথ স্তরে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু স্পেশাল ক্যাম্প করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা শাসকের নীতিন সিংহানিয়া বলেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করণের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নতুনভাবে আবেদন সংশোধন সমস্ত কিছুই করা যাবে এখানে। জেলার বুথ স্তরে ক্যাম্প বসানো হচ্ছে। একমাস ব্যাপী চলবে এই বিশেষ কর্মসূচি।
advertisement
advertisement
নতুন ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত করনের জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে এই ফর্ম পাওয়া যায়। আবার বুথ স্তরের ক্যাম্প গুলিতেও মিলবে এই আবেদন পত্র। আবেদনপত্র পূরণের সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। জন্মের প্রমাণ জন্য জন্ম সার্টিফিকেট অথবা স্কুলের সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করতে হবে। এছাড়াও ঠিকানার প্রমাণ পত্রের জন্য ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা যে কোনও প্রমাণপত্র দিলেই হবে। এইভাবেই আবেদন করতে পারবেন নতুন ভোটাররা।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Voter ID Card: এখনও ভোটার কার্ড বানানো হয় নি? সামনে সুবর্ণ সুযোগ, হাতছাড়া করা চলবে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement