Viral News: লুকিয়ে বাড়িতে চলছিল অবৈধ রমরমা কারবার! খবর পেয়েই হুড়মুড়িয়ে ঢুকল প্রচুর পুলিশ! গৃহবধূ যা করছিলেন জানলে চমকে যাবেন
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral News: বাড়ির পেছনে চলছিল অবৈধ করবার। আর এই খবর পেতেই চলল পুলিশি অভিযান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শীতলকুচি এলাকায়।
শীতলকুচি: বাড়ির পেছনে চলছিল অবৈধ করবার। আর এই খবর পেতেই চলল পুলিশি অভিযান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শীতলকুচি এলাকায়। ঘটনাটি ঘটেছে শীতলকুচির ছোট শালবাড়ির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপরা এলাকায়। নির্দিষ্ট সরকারি অনুমতি ছাড়া পোস্ত চাষ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বহু মানুষ বেশি লাভের আশায় এই চাষ করে থাকেন। এমনই বেআইনি পোস্ত চাষ চলছিল পেটলা নেপরা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটলা নেপরা এলাকায় এক গৃহবধূ বাড়ির পেছনে লুকিয়ে পোস্ত চাষ করছিলেন। স্থানীয় মানুষরা জানতে চেয়েছিলেন তিনি কিসের চাষ করছেন। গৃহবধূ জানিয়েছেন, এটা সবজির সঙ্গে খাওয়া যায়, সেই জন্যই তিনি চাষ করছেন।
আরও পড়ুনঃ ফার্টিলিটির জন্য ‘বেস্ট’ ঘরের এই ৫ খাবার! বাড়ায় ডিম্বানু-শুক্রাণুর গুণমান, ব্যালেন্স করে হরমোনের নানা সমস্যা
তবে, এরপর পোস্ত চাষের কথা জেনে যায় এলাকার মানুষ। তারপর এলাকায় মানুষ ভিড় জমায় এই চাষ দেখতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক সেই গৃহবধূ ও তাঁর পরিবার। যদিও পুলিশ অভিযান চালিয়ে সেই সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেয়।
advertisement
advertisement
এই অভিযান প্রসঙ্গে কোচবিহার জেলা সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, অবৈধভাবে গাঁজা কিংবা পোস্ত চাষ করলে এভাবেই অভিযান চালাবে পুলিশ। গোপন সূত্রে খবরে ভিত্তিতে হানা দেয় শীতলকুচি থানার পুলিশ। তারপর পুলিশি অভিযান চালিয়ে নষ্ট করা হয় প্রায় ১৬ কেজি পোস্ত। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের এই ধরনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে এলাকার মানুষ।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2025 8:26 PM IST








