Viral: হায় কপাল! যৌনাঙ্গের মধ্যে ওগুলো কী লুকিয়ে মহিলা! দক্ষিণ দিনাজপুর সীমান্তে সবার চক্ষু চড়কগাছ

Last Updated:

Viral: যৌনাঙ্গে লুকিয়ে রেখেও শেষ রক্ষা হল না! তল্লাশি নিতেই বেরিয়ে এল পরপর বিস্কুট!

সীমান্তে উদ্ধার ৬টি সোনার বিস্কুট!
সীমান্তে উদ্ধার ৬টি সোনার বিস্কুট!
দক্ষিণ দিনাজপুর : সীমান্তে সোনা পাচারের অভিযোগ নতুন কিছু নয়। প্রায়ই সোনা পাচারের অভিযোগে অনেককেই গ্রেফতার করে থাকে সীমান্ত রক্ষী বাহিনী। এদিন আবারও দক্ষিণদিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে সোনা পাচার রুখল বিএসএফ। ঘটনায় এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ। অভিযোগ, যৌনাঙ্গে সোনার বিস্কুট লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে ঢোকার চেষ্টা করেন ওই মহিলা।
সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হতেই যন্ত্রের মাধ্যমে ধৃত মহিলার দেহে তল্লাশি চালিয়ে ৫১ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়।৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার নাম খতেজা খাতুন। ধৃত ঐ মহিলার বাড়ি হিলির হাড়িপুকুর এলাকায় । ৬১ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে নজরদারি চালানোর সময় দেখতে পান ওই ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন।
advertisement
advertisement
বিএসএফের সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেকটরএর মাধ্যমে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পায়। বিএসএফের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত মহিলা স্বীকার করে নেন তাঁর যৌনাঙ্গে ৬টি সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে ছয়টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা।
advertisement
উদ্ধার হওয়া ওই ছয়টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায়। এরপর আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দফতরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর।
—– সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral: হায় কপাল! যৌনাঙ্গের মধ্যে ওগুলো কী লুকিয়ে মহিলা! দক্ষিণ দিনাজপুর সীমান্তে সবার চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement