Viral video: ভাইরাল বাগরাকোট লুপ পুল!ব্রিজ দেখতেই ভিড় পর্যটকদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
সামাজিক মাধ্যমের সৌজন্যে লুপ পুলের দৃশ্য ভাইরাল হয়েছে।সিকিমগামী নির্মীয়মাণ জাতীয় সড়ক ৭১৭-র মুখ্য আকর্ষণ এখন লুপ পুল।অসংখ্য কংক্রিটের পিলারের সাহায্যে ৩৭৭ মিটার লম্বা দুই লেনের এই লুপ পুল তৈরি হয়েছে।
শিলিগুড়ি: সিকিমগামী নির্মীয়মাণ জাতীয় সড়ক ৭১৭-র মুখ্য আকর্ষণ এখন লুপ পুল। সেই লুপ পুলের ওপর দিয়ে সম্প্রতি যান চলাচল শুরু হয়েছে।এই জাতীয় সড়কের নির্মাণ শুরুর পর থেকেই লুপ পুলের কাজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। সামাজিক মাধ্যমের সৌজন্যে লুপ পুল নির্মাণের দৃশ্য ভাইরাল হয়েছিল। কবে এই পুল দিয়ে যান চলাচলের অনুমতি মিলবে তার অপেক্ষাতেই ছিলেন অনেকে। অবশেষে যান চলাচল শুরু হওয়ায় প্রায় প্রতিদিন লোক দূর দূরান্ত থেকে এই লুপ পুল দেখতেই ছুটে আসছে।
অসংখ্য কংক্রিটের পিলারের সাহায্যে ৩৭৭ মিটার লম্বা দুই লেনের এই লুপ পুল তৈরি হয়েছে। প্রায় ৪১ মিটার (৪০.৫) উঁচু একেকটি পিলারের ওপর ওই পিচের সড়ক তৈরি হয়েছে। নির্মাণকারী সংস্থা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রোজেক্ট ম্যানেজার আমানউল্লাহ খান বলেন, পাহাড় কেটে এই পুলের কাজ নির্বিঘ্নে শেষ করা বেশ কঠিন ছিল। আধুনিক স্থাপত্যবিদ্যার প্রয়োগের মাধ্যমে শেষপর্যন্ত আমরা সেই কাজে সফল হয়েছি।
advertisement
advertisement
বাগ্রাকোটের জিরো কিলোমিটার থেকে শুরু হয়ে সিকিম পর্যন্ত ওই নতুন জাতীয় সড়কের দৈর্ঘ্য ২০০ কিলোমিটারেও বেশি। আঁকাবাঁকা এই পাহাড়ি পথ সিকিমগামী বিকল্প জাতীয় সড়ক হিসেবে ব্যবহার করা হবে। ওই পথেই কালিম্পং পাহাড়ের চুইখিম গ্রামের আগে থেকে শুরু হয়েছে এই লুপ পুল। তারপর একাধিক বাঁক নিয়ে চড়াই উতরাই পেরিয়ে তা এগিয়ে গিয়েছে। এখন এই লুপ পুল দেখতেই ভিড় জমাচ্ছে পর্যটকরা।
advertisement
লুপ পুল দেখতে এসে এক পর্যটক লব ছেত্রী বলেন,’ দীর্ঘদিন ধরে এই লুপ পুলের কাজ চলছিল। তবে এখনও খানিকটা কাজ বাকি আছে। তবে এত সুন্দর দৃশ্য দেখতে বারবার ছুটে আসা যায়। পাহাড়ের ওপরে এত সুন্দর একটা ব্রিজ সত্যি অসাধারণ। ‘ প্রচুর লোক এখন এই জায়গায় ভিড় করছে। লোকের ভিড় দেখে স্থানীয়রা সারি সারি দোকানও দিয়েছে। সেখানে মিলছে চা ,পকোড়া থেকে শুরু করে মোমো কোল্ড ড্রিঙ্কস। এই ভাইরাল লুপ পুল যেন এখন হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 7:50 PM IST
