Offbeat Travel Destination: দার্জিলিংয়ে কা‌চের তৈরি ঝুলন্ত ব্রিজ, পায়ের নীচে পাহাড়ি নদী! চূড়ান্ত অ্যাডভেঞ্চার কোথায়?

Last Updated:

Offbeat Travel Destination: কাচের তৈরি ঝুলন্ত ব্রিজে চূড়ান্ত অ্যাডভেঞ্চার, পায়ের নিচে নিজ গতিতে ছুটবে পাহাড়ি নদী। দার্জিলিংয়ের কোথায় জানেন?

+
স্কাইওয়াক

স্কাইওয়াক দার্জিলিং

দার্জিলিং: পায়ের নিচে নিজ গতিতে ছুটছে পাহাড়ি নদী, কিছুক্ষণের জন্যে মনে হবে আকাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন দুর্দান্ত অ্যাডভেঞ্চারের মজা নিতে হলে কোথায় যেতে হবে জানেন?
এতদিন পাহাড়ে স্কাইওয়াক দেখতে সিকিমের পেলিংয়ে ছুটতেন পর্যটকরা। এবার আর সেখানে যেতে হবে না কারণ এবার শৈলরানী দার্জিলিংয়েই মিলবে স্কাইওয়াকের আনন্দ।
দার্জিলিং শহর থেকে কিছু কিলোমিটার দূরে তৈরি হয়েছে এই নতুন কাচ দিয়ে তৈরি ঝুলন্ত সেতু। জানা গিয়েছে, মুম্বই থেকে আনা বিশেষ কাচ দিয়ে এই সেতু তৈরি করা হচ্ছে। দার্জিলিংয়ে যাওয়ার পথে ছোট রঙ্গিত নদীর উপরে তৈরি হয়েছে এই স্কাইওয়াক। কাঠ আর কাচের সংমিশ্রণে ব্রিটিশ আমলের সেতুটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
২০০ ফুট উচ্চতায় ১৬০ ফুট এই ঝুলন্ত স্কাইওয়াকের মজা নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকেরা, স্বাভাবিক ভাবেই এই ঝুলন্ত ব্রিজ পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে খুশি স্থানীয় ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বছর ঘুরে গেল, দেখা নেই শীতের! এ বছর জাঁকিয়ে ঠান্ডা কি পড়বে? আবহাওয়ার বড় খবর
এতদিন পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে একমাত্র স্কাইওয়াক ছিল সিকিমের পেলিংয়ে। সিকিমে ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল এই স্কাইওয়াক। পাহাড়ের বেশ কয়েক হাজার মিটার উঁচুতে তৈরি হয় এই স্কাইওয়াক। পাহাড়ি খাদের উপর স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি এই সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়া পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সেই কথা ভেবেই দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বালুবাস এলাকায় দীর্ঘদিন ধরে থাকা একটি ঝুলন্ত সেতুকে নতুন রূপ দিতে উদ্যোগ নেন হামরো পার্টি দলের সুপ্রিমও অজয় এডওয়ার্ড।
advertisement
আরও পড়ুন: মুখেই যত বড় কথা, ভারত চাইলে বাংলাদেশের কী করতে পারে! স্পষ্ট সেনাপ্রধানের মন্তব্যেই
সম্পূর্ণ ব্যক্তিগত খরচে তিনি ওই উদ্যোগ নিয়েছেন। সিংতাম, পুলবাজার, বিজনবাড়ি-সহ প্রায় ২০টি lগ্রামকে এই সেতুটি যুক্ত করে। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক পর্যটক মৌমিতা দেব বলেন প্রথমে একটু ভয় লাগছিল তারপর এই কাচের ব্রিজের উপর হেঁটে যাওয়ার মজাটা যেন এক অন্যরকম এডভেঞ্চার। এখানে এসে অসাধারণ একটা অভিজ্ঞতা হল।
advertisement
শীতের ছুটিতে আপনি যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসুন কাচের তৈরি ঝুলন্ত সেতু থেকে মন ভালো হয়ে যাবে। এই অভিজ্ঞতা আপনার ভ্রমণের মজা দ্বিগুণ করে দেবে।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Offbeat Travel Destination: দার্জিলিংয়ে কা‌চের তৈরি ঝুলন্ত ব্রিজ, পায়ের নীচে পাহাড়ি নদী! চূড়ান্ত অ্যাডভেঞ্চার কোথায়?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement