Malda News: টাঙনের জল বাড়ায় পথ হারিয়ে নৌকার ভরসায় ঝুঁকিপূর্ণ যাতায়াত গ্রামবাসীর

Last Updated:

লাগাতার বর্ষণের ফলে জলস্তর বাড়ছে জেলার বিভিন্ন নদীর। একইভাবে জল বেড়েছে টাঙন নদীর। যার ফলে সমস্যায় পড়েছেন পুরাতন মালদহের মুচিয়া এবং হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের চর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, সিন্ধিয়া, ডোবা পাড়া, বুলবুলচণ্ডী গ্রামের কয়েক হাজার বাসিন্দারা।

+
বর্ষায়

বর্ষায় প্রাণের ঝুঁকি নিয়ে টাঙন নদী পারাপার গ্রামবাসীর

জিএম মোমিন, মালদহ: ওপারে পৌঁছানোর একমাত্র সম্বলটুকুও এবার জলের তলায়। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় তিনটি গ্রামের পথ। বর্তমানে যাতায়াতের ক্ষেত্রে একমাত্র ভরসা নৌকা। ঝুঁকিপূর্ণ হলেও নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে যাতায়াতের ক্ষেত্রে নদী পার করতে হয় প্রায় তিনটি গ্রামের বাসিন্দাদের। মালদহের পুরাতন মালদা এবং হবিবপুর ব্লকের মাঝ বরাবর বয়ে গিয়েছে টাঙন নদী। তবে এই নদী পার করতে শুখা মরসুম হোক বা বর্ষা অস্থায়ী বাঁশের সাঁকো এবং নৌকায় একমাত্র ভরসা থাকে গ্রামবাসীদের।
গত কয়েকদিনে লাগাতার বর্ষণের ফলে জলস্তর বাড়ছে জেলার বিভিন্ন নদীর। একইভাবে জল বেড়েছে টাঙন নদীর। যার ফলে সমস্যায় পড়েছেন পুরাতন মালদহের মুচিয়া এবং হবিবপুরের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের চর লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, সিন্ধিয়া, ডোবা পাড়া, বুলবুলচণ্ডী গ্রামের কয়েক হাজার বাসিন্দারা।
advertisement
advertisement
এক গ্রামবাসী রঞ্জিত সরকার বলেন,“পাকা সেতুর জন্য মাটি পরীক্ষা হয়েছে। তার পরে আর কিছু হয়নি। প্রাণ হাতে নদী পারাপারের জন্যও ঘাট কর্তৃপক্ষকে বছরে ৮০০ টাকা দিতে হচ্ছে।”  ঘাটের এক কর্মী গোবিন্দ হালদার বলেন, “মাচা জলে ডুবে যাওয়ায় নৌকার ব্যবস্থা করা হয়েছে। তবে পাকা সেতুর খুব প্রয়োজন।”
advertisement
এক স্কুল ছাত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন, “স্কুল, টিউশনের জন্য দিনের মধ্যে কমপক্ষে চার থেকে পাঁচবার নদী পারাপার করতে হয়। আর প্রতিবারই যেন ভগবানের ভরসায় নদী পার হই। মাচা দিয়ে যেতে খুব ভয় হয়।”
পুরাতন মালদহ এবং হবিবপুরের সংযোগস্থাপনের জন্য টাঙন নদীর উপরে পাকা সেতুর দাবি থাকলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই ফি বছর বর্ষায় প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার কার্যত রোজনামচা হয়ে উঠেছে দুই ব্লকের চারটি গ্রামের বাসিন্দাদের। সেতুর দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: টাঙনের জল বাড়ায় পথ হারিয়ে নৌকার ভরসায় ঝুঁকিপূর্ণ যাতায়াত গ্রামবাসীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement