হোম /খবর /উত্তরবঙ্গ /
বেসামাল অবস্থায় নাচ, ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়ের ভিডিও ভাইরাল

BJP MLA Kaushik Roy: বেসামাল অবস্থায় নাচ, ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়ের ভিডিও ভাইরাল

বিজেপি বিধায়ক কৌশিক রায়৷ (ডানদিকে) ভাইরাল ভিডিও-র দৃশ্য৷

বিজেপি বিধায়ক কৌশিক রায়৷ (ডানদিকে) ভাইরাল ভিডিও-র দৃশ্য৷

কৌশিক রায়কে প্রার্থী করা নিয়ে বিধানসভা ভোটের আগেও যথেষ্ট অসন্তোষ ছড়িয়েছিল বিজেপি-র স্থানীয় নেতা কর্মীদের একাংশের মধ্যে (BJP MLA Kaushik Roy)৷

  • Last Updated :
  • Share this:

#ময়নাগুড়ি: টলমল পায়ে নাচছেন বিধায়ক, তাঁকে সামাল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ ভরা জলসায় এমন দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ছে দর্শক (BJP MLA Kaushik Roy)৷ ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়ের এমন ভিডিও-ই এখন রীতিমতো ভাইরাল৷ যে ভিডিও-কে কেন্দ্র করে বেজায় অস্বস্তিতে বিজেপি৷ কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূলও(TMC)৷

শুক্রবার ময়নাগুড়ির ধরাইকুড়ি এলাকার একটি কালীপুজোর উদ্যোক্তাদের তরফে জলসার আয়োজন করা হয়৷ সেখানেই আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়৷ সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই মঞ্চে উঠে পড়েন বিজেপি বিধায়ক৷ গান, বাজনার তালে তালে নাচতে শুরু করেন তিনি৷ যদিও বিধায়কের পা টলমল করছিল৷ তিনি অপ্রকৃতস্থ অবস্থায় রয়েছেন, তা দর্শকদেরও নজর এড়ায়নি৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন৷ বিধায়ক নাচতে গিয়ে েবসামাল হয়ে গেলে তাঁকে সাহায্য করছেন ওই জওয়ান৷ বিজেপি বিধায়কের নাচের ওই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷

আরও পড়ুন: বিধানসভায় শিয়াল-কাণ্ড নিয়ে অভিযোগ, আতঙ্কে ঘরবন্দি হরিশ্চন্দ্রপুর

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-কে কটাক্ষ করেছে তৃণমূলও৷ তৃণমূলের ময়নাগুড়ির ব্লক সভাপতি মনোজ রায়ের কটাক্ষ, 'কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দাঁড় করিয়ে কোনও বিধায়ক এ ভাবে অপ্রকৃতস্থ অবস্থায় নাচতে পারেন, এমন দৃশ্য আমি জীবনে দেখিনি৷ ওনাকে নিয়ে অনেক অভিযোগই ছিল৷ উনি একজন বিধায়ক, তাই ওনার থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে সবাই৷ উনি ময়নাগুড়ির সংস্কৃতিকে নষ্ট করছেন৷'

এ বিষয়ে বিজেপি-র এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ প্রসঙ্গত, কৌশিক রায়কে প্রার্থী করা নিয়ে বিধানসভা ভোটের আগেও যথেষ্ট অসন্তোষ ছড়িয়েছিল বিজেপি-র স্থানীয় নেতা কর্মীদের একাংশের মধ্যে৷ তার পরেও ভোটে জিতে বিধায়ক হন কৌশক রায়৷ কিন্তু নাচের ভাইরাল ভিডিও-কে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন তিনি৷

Santanu Kar

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP