বন্দে ভারতে পাথর ছোড়া রুখতে জরুরি বৈঠক, কাল থেকে ট্রেনের সুরক্ষায় নয়া নিয়ম
- Published by:Raima Chakraborty
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
চালু করা হচ্ছে বিশেষ হোয়াটস-অ্যাপ গ্রুপ, মনিটরিং করবেন রেল পুলিশ সুপার নিজেই।
#শিলিগুড়ি: চালুর পরই আক্রান্ত সেমি হাইস্পিডের নয়া ট্রেন বন্দে ভারত। এনজেপি ও হাওড়াগামী ট্রেন বার বার আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসছে পুলিশ ও প্রশাসন। পুনরায় যাতে এমন ঘটনা না ঘটে সেজন্যে বুধবার জরুরি বৈঠকে বসেন আরপিএফ এবং রেল পুলিশ কর্তারা।
শিলিগুড়িতে এই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়া সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারতের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল পুলিশ। তৈরি করা হচ্ছে বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ। কখন কোন স্টেশনে ঢুকছে বন্দে ভারত। তার আপডেট উঠে আসবে ওই গ্রুপে। এনজেপি থেকে হাওড়ার মধ্যে প্রতিটি স্টেশনের রেল পুলিশের আইসি এবং ওসিরা থাকবেন ওই বিশেষ হোয়াটস এপ গ্রুপে। যার মনিটরিং করবেন উত্তরবঙ্গের রেল পুলিশ সুপার এস সেলভা মুরুগান।
advertisement
আরও পড়ুন: পার্থর শূন্যতা ভরাবে কে? 'দূত' নিয়ে দরজায় পৌঁছবেন খোদ 'দিদি'! মাস্টারস্ট্রোক মমতার
এদিন তিনি জানান, আরপিএফের পাশাপাশি যাত্রী সুরক্ষায় এনজেপি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে থাকবে রেল পুলিশও। একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং দু'জন কন্সটেবল। প্রসঙ্গত গত ২ এবং ৩ জানুয়ারি পরপর দু'দিন বন্দে ভারত ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। প্রথমবার মালদার কাছে। দ্বিতীয়বার এনজেপি স্টেশনে ঢোকার মুখে। পাথরের ঘায়ে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়। এতে ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়।
advertisement
advertisement
আরও পড়ুন: 'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে
তৃণমূল এবং বিজেপি একে অপরকে দুষছে। এবারে নয়া ট্রেনের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল পুলিস। আজ যৌথ বৈঠকের পর রেল পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই দু'টি ঘটনায় দু'টি আলাদা আলাদা মামলা হয়েছে। মালদার ঘটনারও তদন্তভার রেল পুলিশ করবে। আগামিকালই দায়িত্বভার আরপিএফের পাশাপাশি রেল পুলিশ নেবে। জানালেন, উত্তরবঙ্গের রেল পুলিশ সুপার সেলভা মুরুগান। তিনি এও জানান, দ্রুত দুষ্কৃতীরা গ্রেফতার হবে। ইতিমধ্যেই এর তদন্ত শুরু হয়েছে। ঘটনা নিয়ে উদ্বেগ কাটাতে তৎপর রেল পুলিশ কর্তারা। তবে তারা নিশ্চিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 5:53 PM IST