পৃথক রাজ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক বিজেপি, বিজেপি শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ উদয়নের
- Published by:Rachana Majumder
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
আরও ভাঙবে বিজেপি! ১২ গেরুয়া বিধায়ক তৃণমূলের পথে, দাবি উদয়ন গুহর৷
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি : আলাদা রাজ্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক বিজেপি, শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূলের সহ সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
আজ তিনি বলেন, বৃহত্তর ত্রিপুরা গড়ার দাবি নস্যাৎ করেছে অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী। অথচ সেই দলেরই উত্তরবঙ্গের সাংসদ, বিধায়কেরা আলাদা রাজ্যের দাবি তুলছেন। একই দলের দুই নীতি কেন? ত্রিপুরার ক্ষেত্রে এক, বাংলার ক্ষেত্রে অন্য কেন? প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। অথচ দলের রাজ্য নেতৃত্ব পৃথক রাজ্য নিয়ে অন্য সুরে কথা বলছেন। তাহলে যারা আলাদা রাজ্যের দাবিতে সরব হচ্ছেন, তাদের বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করার জন্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দূরে থাক, উল্টে উপহারস্বরূপ দুই সাংসদ জন বার্লা এবং নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রী সভায় ঠাঁই দেওয়া হয়েছে। মন্ত্রীর সুরেই এদিন উত্তরের অন্য সাত জেলার জেলা সভাপতি ও সভানেত্রীরা একই দাবি তুলেছেন। উদয়ন গুহ আরও জানান, 'রক্ত ঝরলেও বাংলা ভাগ রুখব আমরা। এতে উত্তরের লোকসভা আসনের ৮টি হারালেও বাংলা ভাগ হতে দেবো না।'
advertisement
advertisement
'ভোট বড় কথা নয়। বাংলাকে অটুট রাখাই আমাদের লক্ষ্য।' মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে কথা বলেছেন, 'দলের সর্বস্তরের নেতাদের গলাতেও একই সুর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জন বার্লা, নিশীথ প্রামাণিকেরা তাদের অবস্থান স্পষ্ট করুন,' দাবি মন্ত্রীর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 10:40 PM IST