ঘুমের ঘোরে ছিলেন চালক! ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, মাদারিহাটে মর্মান্তিক ঘটনা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
ঘুমের ঘোরে গাড়ি চালানোর ফল হল ভয়াবহ। এশিয়ান হাইওয়েতে মুখোমুখি দুটি বড় গাড়ির সংঘর্ষ। মৃত্যু দুই গাড়ির চালকের।
আলিপুরদুয়ার: ঘুমের ঘোরে গাড়ি চালানোর ফল হল ভয়াবহ। এশিয়ান হাইওয়েতে মুখোমুখি দুটি বড় গাড়ির সংঘর্ষ। মৃত্যু দুই গাড়ির চালকের।
ঘটনাটি ঘটেছে এদিন সকালে মাদারিহাট এলাকার এশিয়ান হাইওয়েতে। শিলিগুড়িগামী একটি পাথরের গাড়ির সঙ্গে হাসিমারাগামী একটি লোহা বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন- ফুচকার মধ্যে আইসক্রিমের স্বাদ! অবাক করা ফুচকার টানেই ভিড় বাড়ছে এই দোকানে
এই ঘটনায় গাড়ির দুই চালক ঘটনাস্থলে মারা যান। মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেছে। লরি দুটোকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, হাসিমারাগামী লরিটির কারণে এই দুর্ঘটনা।
advertisement
advertisement
চালক বার বার ঘুমের ঘোরে যাচ্ছিলেন। তাকে অন্য গাড়ির চালকেরা সাবধান করেছিলেন। এমনকী তাঁকে বিশ্রাম নিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি কোনও কথা কানে না তুলে গাড়ি চালাতে থাকেন।
এদিকে হটাৎ করে অপর দিক থেকে শিলিগুড়িগামী গাড়ি এসে হর্ন দেয়। হাসিমারাগামী গাড়িটির চালক সেই সময় কী করবেন বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার বিশাল আওয়াজে এলাকার বাসিন্দারা রাস্তায় আসেন। খবর দেওয়া হয় পুলিশে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 10:41 PM IST