রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের রহস্য মৃত্যুর প্রতিবাদে এসডিওকে হেনস্থা, গ্রেফতার ২ শিক্ষক
Last Updated:
রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুতে অন্য ভোটকর্মীদের প্রতিবাদ অবরোধে এসডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার হলেন দুই শিক্ষক ৷ ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হয় ওই দুই শিক্ষককে
#রায়গঞ্জ: রায়গঞ্জে প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুতে অন্য ভোটকর্মীদের প্রতিবাদ অবরোধে এসডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার হলেন দুই শিক্ষক ৷ ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই শিক্ষককে ৷ ধৃত শিক্ষক মনোজ ভৌমিক ও প্রদীপ সিনহা ৷ আদালতে তোলা হলে তাদের ৪দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় ৷ তবে অসুস্থ হয়ে পড়ায়, দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
ভোটে করাতে গিয়ে আর বাড়িতে ফেরা হয়নি রায়গঞ্জের প্রিসাইডিং অফিসার তথা শিক্ষক রাজকুমার রায়ের ৷ ভোটে কর্তব্যরত অবস্থায় রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় ৷ রেল ট্র্যাকের পাশ থেকে মেলে তাঁর দেহ ৷ প্রিসাইডিং অফিসারের রহস্য মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জের ঘড়ির মোড়ে অবরোধ করেন অন্যান্য ভোটকর্মীরা ৷ ঘটনাস্থলে এসডিও এলে, তাঁকে নেহস্থার ঘটনা ঘটে ৷
advertisement
advertisement
সেই প্রেক্ষিতেই গ্রেফতার হন দুই শিক্ষক ৷ মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেছেন মৃত রাজকুমার রায়ের স্ত্রীর অর্পিতার সঙ্গে ৷ ক্ষতিপূরণের পাশাপাশি অর্পিতাদেবীকে চাকরির আশ্বাস দিয়েছেন ৷ ঘটনার সঠিক তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই তদন্তের ভার দেওয়া হয়ছে সিআইডির হাতে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2018 3:38 PM IST