Exclusive: অব্যাহত নির্বাচনী হিংসা! দিনহাটায় তৃণমূল কর্মী খুনে বাংলাদেশ থেকে গ্রেফতার ২

Last Updated:

Election Violence: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে বাংলাদেশ থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী। গ্রেফতার ওই দুই ব্যক্তির নাম রহমত আলি হক এবং সুমন হক।

বাংলাদেশ বর্ডার। ফাইল ছবি।
বাংলাদেশ বর্ডার। ফাইল ছবি।
দিনহাটা: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে বাংলাদেশ থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী। গ্রেফতার ওই দুই ব্যক্তির নাম রহমত আলি হক এবং সুমন হক। কোচবিহারের দিনহাটার গীতালদহের জারিধরলায় খুন হন তৃণমূল কর্মী বাবু হক। সেই ঘটনায় ৬৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়। সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে এই দুই ব্যক্তিকে।
বাংলাদেশের রংপুর জেলার লালমনি হাটের দীগলটারি গ্রাম থেকে বাংলাদেশ বর্ডার গার্ড আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার পর বিএসএফের হাতে তুলে দেওয়া হয় দুই অভিযুক্তকে। বিএসএফ নিয়ে আসার পর দিনহাটা পুলিশের হাতে তুলে দেয়। বিএসএফ এবং পুলিশ একসঙ্গে নৌকো করে অপরাধীদের নিয়ে আসে।
advertisement
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অভিযোগ ওঠে, মঙ্গলবার সকালে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চলিয়ে খুন করে স্থানীয় তৃণমূল কর্মী বাবু হককে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ বন্দি কেষ্ট, অতীত গুড়-বাতাসা! পঞ্চায়েতে এল জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক নিদান! তুলকালাম
এরপর গীতালদহে মঙ্গলবার রাতে ফের গুলি চলে। নির্বাচনের প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ সাহানুর হককে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের ভোরাম এলাকায়৷
advertisement
আক্রান্ত সাহানুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজলি খাতুনের ভাই। আক্রান্ত সাহানুরের পেটে গুলি লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
Eron Roy Burman
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Exclusive: অব্যাহত নির্বাচনী হিংসা! দিনহাটায় তৃণমূল কর্মী খুনে বাংলাদেশ থেকে গ্রেফতার ২
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement