Housewife: বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ, পাটক্ষেতে মিলল দুই পা! কেন নৃশংস পরিণতি, রহস্য তপনে

Last Updated:

পুলিশ জানতে পারে, ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নিমপুর গ্রামের বাসিন্দা এক গৃহবধূ গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুজন সূত্রধর, তপন: দিন চারেক ধরে রহস্যজনক ভাবে নিখোঁজ ছিলেন গৃহবধূ৷ শেষ পর্যন্ত পাট ক্ষেতের ভিতর থেকে উদ্ধার হল তাঁর দুটি কাটা পা৷ যদিও বাকি দেহ অবশিষ্ট অংশের খোঁজ এখনও মেলেনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের তপনে৷
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর গ্রামে নিজের পাট ক্ষেতে গিয়ে হঠাৎই দুটি কাটা পা দেখে আঁতকে ওঠেন এলাকার বাসিন্দা৷ এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার পুলিশ৷ অন্ধকার হয়ে যাওয়ায় ওই কাটা পা দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷
advertisement
advertisement
এ দিন সকাল থেকে ফের দেহের বাকি অংশের খোঁজে ওই পাট ক্ষেত এবং আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করেই দেহ টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত দেহের বাকি অংশের খোঁজ মেলেনি৷
advertisement
এরই মধ্যে পুলিশ জানতে পারে, ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নিমপুর গ্রামের বাসিন্দা এক গৃহবধূ গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন৷ তবে গৃহবধূ নিখোঁজ হলেও থানায় কোনও ডায়েরি করেননি তাঁর পরিবারের সদস্যরা৷ খবর পেয়ে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা এসে কাটা পা দুটি এবং জুতো দেখে জানান, সেগুলি নিখোঁজ ওই মহিলারই৷
advertisement
কিন্তু শান্ত স্বভাবের ওই গৃহবধূকে কেন কেউ খুন করবে, তা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা৷ পাশাপাশি, কীভাবে সবার নজর এড়িয়ে ওই গৃহবধূকে এমন নৃশংস ভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে পাটক্ষেতে মাটি চাপা দিয়ে লোপাট করার চেষ্টা করা হল, তা ভেবে অবাক তদন্তকারীরাও৷ দুষ্কৃতীদের খুঁজে বের করার পাশাপাশি গৃহবধূর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পাট ক্ষেতের ভিতরে তল্লাশি চালিয়ে গৃহবধূর দেহের বাকি অংশের তল্লাশিও চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Housewife: বাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ, পাটক্ষেতে মিলল দুই পা! কেন নৃশংস পরিণতি, রহস্য তপনে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement