Two Children Death: দাদুর শ্রাদ্ধের দিন নদীতে তলিয়ে গেল দুই শিশু!

Last Updated:

Two Children Death: এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের কনিভিটা এলাকায়

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
উত্তর দিনাজপুর: এর চেয়ে মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা আর কী হয়! প্রয়াত দাদুর শ্রাদ্ধের দিন নদীতে তলিয়ে গেল দুই শিশু। আসলে প্রয়াত দাদুর শ্রাদ্ধের কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে ইসলামপুরে। নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের শুভ দাস (১২) ও তুলি দাস (১১) নামে দুই শিশুর।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা-২ গ্রাম পঞ্চায়েতের কনিভিটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে উপেন দাসের বাবার শ্রাদ্ধের শেষ দিন ছিল। তাই সপরিবারে নদীর ঘাটে শ্রাদ্ধ করতে গিয়েছিলেন। পরিবারের ছোট-বড় সকলে মিলে নদীতে স্নান করতে নামেন। সেই থাকে। তার মধ্যে বড়রা চেষ্টা করে তিন শিশুকে বাঁচাতে পারলেও দু’জন দলঞ্চা নদীর জলে তলিয়ে যায়। প্রায় কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয় নদী থেকে।
advertisement
advertisement
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাটি কীভাবে ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Two Children Death: দাদুর শ্রাদ্ধের দিন নদীতে তলিয়ে গেল দুই শিশু!
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement