দোল উৎসবে ভোট প্রচার নয়, দুই প্রার্থী জনসংযোগে এ কী করলেন!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Maldah Loksabha election 2024: বসন্ত উৎসব পালনের মধ্যে দিয়ে ভোট প্রচার দুই প্রার্থীর, হবিবপুরের বুলবুল চন্ডী এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে রং খেললেন তৃণমূল প্রার্থী, পুরাতন মালদহে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রং খেললেন বিজেপি প্রার্থী
মালদহ: বসন্তের রঙ মেখে দোল উৎসবে মাতলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী। নির্বাচনী ক্ষেত্র এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বসন্ত উৎসবের মধ্যে দিয়ে জনসংযোগ কর্মসূচি ও ভোট প্রচার করলেন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মনোনীত দুই প্রার্থী।
ভোটের লড়াইয়ে নেমে বিভিন্নভাবে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। সাধারণ মানুষের সঙ্গে থেকে তাঁদের উৎসবে সামিল হয়ে ভোট প্রচার কোনও নতুন কৌশল নয়। বিগত দিনেও দেখা গিয়েছে এইভাবেই প্রার্থীরা ভোট প্রচার করেছেন।
এবার দোল উৎসব তার ব্যতিক্রমী নয়। উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বুলবুল চন্ডী ও গাজোলে দোল উৎসবের মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন- এই কেন্দ্রে পাঁচ বছরের বেশি টেকেনি কেউ! কামব্যাক করবে কে, তুমুল গুঞ্জন
এদিন তিনি দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দুই প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে মিশে বসন্ত উৎসবের সামিল হন। দীর্ঘক্ষণ সাধারণ মানুষের সঙ্গে আবির খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করেন।
উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, কোনওরকম ভোট প্রচার নয়, সাধারণ মানুষের সঙ্গে বসন্ত উৎসবে সামিল হয়েছি। এর আগেও জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকার সময় সাধারণ মানুষ হিসেবে মানুষের সঙ্গে মিশেছি। নেতা নয়, একেবারে সাধারণ মানুষ হিসাবে সকলের সঙ্গে মিশে আনন্দ উপভোগ করছি।
advertisement
অপরদিকে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু দলীয় কর্মীদের নিয়ে বসন্ত উৎসবের শামিল হন পুরাতন মালদহের পালপাড়া সংলগ্ন একটি মন্দিরে।
আরও পড়ুন- নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! বৃষ্টির দারুণ দাপটে ছারখার হবে দক্ষিণবঙ্গ
স্থানীয় উদ্যোগে মন্দির সংলগ্ন এলাকায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে রং খেলায় মেতে ওঠেন তিনি। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
advertisement
ভোট প্রচারের হাতিয়ার উৎসব অনুষ্ঠান। উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই উৎসবে সামিল হয়ে থাকেন। এটিই বাঙালির উৎসব। এদিন বসন্ত উৎসব ও মন্দিরে পুজো দিয়ে এলাকার মানুষের সঙ্গে কাটালাম।
এই উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভোট প্রচার করে চলেছেন প্রার্থীরা। কোনও রাজনৈতিক সমালোচনা নয়। উৎসবে সামিল হয়ে ভোট প্রচার এখন প্রায়ই দেখা যাচ্ছে।
advertisement
বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রার্থীরা।. বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মন জয় করতে প্রার্থীরা এই ধরনের উৎসবগুলিতে অংশগ্রহণ করে ভোট প্রচার করছেন। উৎসবে সামিলের মধ্যে দিয়ে সাধারণ মানুষের বা ভোটারদের অনেকটাই কাছে পৌঁছে যাচ্ছেন প্রার্থীরা।
হরষিত সিংহ
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 6:35 PM IST