Bardhaman News: এই কেন্দ্রে পাঁচ বছরের বেশি টেকেনি কেউ! কামব্যাক করবে কে, তুমুল গুঞ্জন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Bardhaman News: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয় ২০০৯ সালে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : এই লোকসভা কেন্দ্রে পাঁচ বছরের বেশি কেউ টিকতে পারেনি এখনও। বারবার রং বদল করেছেন এই কেন্দ্রের ভোটাররা। আবার ভোট এসেছে। এবার কোন রঙের ভাগ্য খুলবে? কোন দল করতে পারবে দ্বিতীয়বার ফিরে আসার রেকর্ড? এবারে এই কেন্দ্রের ভোটারদের আশীর্বাদ পাবেন কোন প্রার্থী? রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বারবার রং বদল করা এই কেন্দ্রটি কোন প্রতীক নিজেদের হাতে রাখতে পারবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয় ২০০৯ সালে। যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। রয়েছে বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম কেন্দ্র দুটি। তাছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে গলসি বিধানসভা, ভাতার বিধানসভা এবং মন্তেশ্বর বিধানসভা। ১৮ তম লোকসভা নির্বাচনে এই কেন্দ্র নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে বিস্তর আলোচনা।
advertisement
প্রসঙ্গত, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গঠিত হয় ২০০৯ সালে। ২০০৯ সালে হয়েছিল পঞ্চদশ লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন বাম মনোনীত প্রার্থী সহিদুল হক। এরপর ২০১৪ সালে কেন্দ্রে পালাবদল হয়। ক্ষমতায় আসে বিজেপি। তবে দেশজুড়ে গেরুয়া হাওয়া থাকলেও ষোড়শ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয় পেয়েছিলেন তৃণমূল প্রার্থী ডঃ ডাঃ মমতাজ সংঘমিত্রা। কিন্তু তিনিও দ্বিতীয়বার আর এই কেন্দ্রটি ধরে রাখতে পারেননি।
advertisement
advertisement
সপ্তদশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের রং হয় গেরুয়া। ডাঃ মমতাজ সংঘমিত্রাকে হারিয়ে এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন এস.এস আলুওয়ালিয়া। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তিন জয়ী সাংসদদের মধ্যে কেউই আর টিকিট পান নি। কিন্তু এই কেন্দ্রে কোন দল কামব্যাক করতে পারবে, তা নিয়ে আলোচনা চলছে নানা দিকে।
advertisement
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। অন্যদিকে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করবেন দিলীপ ঘোষ। বামেদের পক্ষ থেকেও এই কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে। লাল শিবিরের হয়ে এখানে লড়াই করবেন ড. সুকৃতি ঘোষাল। এই বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি এই নির্বাচনে বেশ আকর্ষণীয় হবে। অনেকেই মনে করছেন, লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ গতবার বিজেপি এই আসনে জয় পেলেও, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ফারাক ছিল তিন হাজারের এর কিছু বেশি।
advertisement
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটির ক্ষেত্রে বেশিরভাগ সময় নির্ণায়ক ভূমিকা পালন করে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র দুটি। সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তি আজাদ বা দিলীপ ঘোষ কারও পক্ষেই লড়াই সহজ হবে না বলে মনে করছেন তারা। তাছাড়াও বাম প্রার্থী সুকৃতি ঘোষাল বেশ ভাল লড়াই দেবেন বলে তারা মনে করছেন। তাই রাজনৈতিক বিশেষজ্ঞ আলোচনা করছেন, এই কেন্দ্রে কোন দল কামব্যাক করবে তা নিয়ে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 4:48 PM IST