Malda News: বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, মর্মান্তিক ঘটনা মালদহে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: মহরম উৎসব উপলক্ষে লাঠি খেলা ও মেলা দেখতে যাওয়ার পথে বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। জানা গেছে মৃত দুই শিশুর নাম শেখ হায়াত (৫) ও শেখ ফাইজান (৪)।
মালদহ: বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকায়। জানা গিয়েছে, রবিবার মহরম উৎসব উপলক্ষে লাঠি খেলা ও মেলা দেখতে যান দুই খুড়তুতো ভাই শেখ হায়াত (৫) এবং শেখ ফাইজান (৪)। সেখানে যাওয়ার পথে রাস্তার ধারে থাকা একটি তিন ফুট গর্তে পড়ে যান তারা। পরিবারের সদস্যরা ভাবেন তারা নিখোঁজ হয়েছে। এরপর দুই ছেলের খোঁজে খোঁজাখুঁজি শুরু করেন তারা। স্থানীয়রা রাস্তার পাশে নয়নজুলির মত একটি গর্তে ভাসমান অবস্থায় একজনের হাত দেখতে পান। ঘটনাটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন স্থানীয়রা। এরপর তাদের দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
মৃতের পরিবারের এক আত্মীয় শেখ দিলাল জানান, মৃত দুই শিশুর নাম শেখ হায়াত (৫) ও শেখ ফাইজান (৪)। বাড়ি মালদহের রতুয়া থানার দেবীপুর প্রধান পাড়া এলাকায়। সম্পর্কে দুই জন কাকাতো ভাই। স্থানীয় একটি নার্সারিতে কেজি ওয়ান এ পড়াশোনা করত তারা। রবিবার মহরম উৎসব উপলক্ষে গ্রামে লাঠি খেলা ও মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে নতুন জামা কাপড় পড়ে মেলায় যাচ্ছিলেন তারা। সেই সময় কোনরকম ভাবে রাস্তার ধারে নয়নজুলির মত থাকা একটি গর্তে পড়ে যান তারা। সেখানেই গর্তে পড়ে মৃত্যু হয় দুই কাকাতো ভাইয়ের।
advertisement
স্থানীয় এক বাসিন্দা পারভেজ আহমেদ জানান, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির জেরে রাস্তার ধারে জল জমে যাওয়া নয়নজুলিতে পরিণত হয়েছিল ওই গর্তটি। অন্যান্যদের মত তারাও লাঠি খেলা ও মেলা দেখতে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। সে সময় যাওয়ার পথে কোনরকম ভাবে তারা ওই বৃষ্টির জমা জলে পড়ে যান এবং মৃত্যু হয় তাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: জয়ের পরও লর্ডস টেস্টে বাদ ৩ তারকা! ভারতীয় দলে বড় পরিবর্তন! এমন কান্ড আগে ঘটেনি!
এদিকে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। সোমবার মৃত দুই ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।
advertisement
জিএম মোমিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 6:51 PM IST

