ক'দিন আগে চা বানিয়েছিলেন, এবার ক্যারম পেটালেন সাংসদ, সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Last Updated:

দলীয় সতীর্থদের সঙ্গে ক্যারম খেলার সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র
নদিয়া: এই তো কদিন আগের কথা। রাস্তার ধারের চায়ের দোকানে চা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁকে দেখা গেল রীতিমতো ম্যাচবোর্ডে ক্যারম পেটাতে।
দলীয় সতীর্থদের সঙ্গে ক্যারম খেলার সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ। ভিডিয়োয় দেখা যাচ্ছে, শীতের দুপুরে নরম রোদ পিঠে রেখে কোথাও একটা ক্যারাম খেলায় মেতেছেন তিনি। অবশ্যই, তাঁর দলের কর্মীরাও তাঁর পাশেই রয়েছেন। তবে এই ভিডিও ঠিক কোন জায়গায় তোলা, তা নির্দিষ্ট করে লেখেননি সাংসদ। তবে মনে করা হচ্ছে, নিজেরই লোকসভা কেন্দ্রের কোনও তৃণমূল কার্যালয়ে ভিডিওটি তোলা হয়েছে।
advertisement
advertisement
সাধারণত, দিল্লিতে সংসদীয় অধিবেশনে স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতেই শোনা যায় এই তৃণমূল নেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। কদিন আগেই নিজের চা বানানোর একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: রাস্তার দোকানে চা বানালেন মহুয়া মৈত্র, ক্য়াপশনে ঠুকলেন কাকে? দেখুন ভিডিও
সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, নিজের লোকসভা এলাকার একটি রাস্তার ধারের চায়ের দোকানে চা বানাচ্ছেন তিনি। সসপ্যানে চিনি ঢালতে দেখা গিয়েছিল তাঁকে। তবে নজর কেড়েছিল তাঁরল ভিডিয়োর ক্যাপশন। লিখেছিলেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."
advertisement
কৃষ্ণনগরের সাংসদের এ হেন ক্যাপশন পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, নাম না করে মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেননি তো!
advertisement
কে না জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় চা পৌঁছে দেওয়ার কাজ করতেন। তিনি নিজেও মাঝেমাঝে নিজেকে 'চায়ওয়ালা' বলে উল্লেখ করে থাকেন।
মহুয়ার পোস্টের নীচে এক নেটিজেন কমেন্ট করেন, "তবে কি, উনি ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন?"
advertisement
বঙ্গে "দিদির সুরক্ষাকবচ" কর্মসূচির সূচনা হওয়ার পর থেকেই নিজের লোকসভা কেন্দ্রে রয়েছেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৬০ দিনে ১১ কোটি মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধিরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক'দিন আগে চা বানিয়েছিলেন, এবার ক্যারম পেটালেন সাংসদ, সোশ্যাল মিডিয়ায় শোরগোল
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement