Mamata Banerjee: 'মিড ডে মিল'-এর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর! ট্যুইটে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্য খাতে ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলের টাকা। এর আগেও এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: মিড ডে মিল নিয়ে আবারও বিস্ফোরক অভিযোগ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একাধিক নথি ট্যুইট করে শুভেন্দুর দাবি, মিড ডে মিল-এর টাকা দিয়েই হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ করা ট্যুইটে একাধিক নথি তুলে ধরেছেন শুভেন্দু। লিখেছেন, "স্কুলের বাচ্চাদের খাবারের থালা থেকে টাকা নিয়ে নিজের সফরের খরচ মেটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কী লজ্জার কথা!"
advertisement
এর পরেই তাঁর মন্তব্য, "গত নভেম্বরের মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটাতে মিড ডে মিল-এর তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তফশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বরাদ্দ টাকাও মুখ্যমন্ত্রীর সফরে ব্যবহার করা হয়েছে।"
advertisement
CM @MamataOfficial grabs from School Childrens' food plates to fund her trips. What a shame !
Lakhs of rupees were diverted from the Mid Day Meal funds for CM's trip to Hingalganj; North 24 Parganas, last November. Even funds for SC, ST & OBC Development were wasted on her trip. pic.twitter.com/Q6paIC4l0t — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 19, 2023
advertisement
যদিও শুভেন্দুর এহেন অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। সাংসদ শান্তনু সেনের কাছে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "উনি (শুভেন্দু) পারলে সারাদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন, তা উনি কোনও দিনও করতে পারবেন না।"
advertisement
এর আগেও মিড ডে মিল ব্যবস্থায় একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে চিঠি লিখেছিলেন শুভেন্দু। চিঠিতে মিড ডে মিল-এর টাকা নয়ছয়ের অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় অডিট টিম পাঠানোর আর্জিও জানিয়েছিলেন তিনি।
ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো ওই চিঠিতে বিজেপি নেতা দাবি করেছিলেন, অনৈতিক ভাবে ফান্ড ডাইভারশন, মিড ডে মিলের ভুয়ো বিল তৈরি করা সহ একাধিক পথে মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য সরকার। এমনকি, শাসকদল তাদের ব্যক্তিগত স্বার্থেও এই প্রকল্পের টাকা ব্যবহার করছে বলে অভিযোগ বিজেপি নেতার।
advertisement
তারপরেই রাজ্যের মিড ডে মিল পরিষেবা খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধ দল পাঠানোর নির্দেশ দেয় মন্ত্রক। আগামী ২০ জানুয়ারি এ রাজ্যে এসে পৌঁছনোর কথা তাদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 12:12 PM IST