রাস্তার দোকানে চা বানালেন মহুয়া মৈত্র, ক্য়াপশনে ঠুকলেন কাকে? দেখুন ভিডিও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."
#উত্তরবঙ্গ: এর আগে এমন দৃশ্য প্রায়ই দেখেছে বঙ্গবাসী। তখন মুখ্য ভূমিকায় ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই দলের অন্যতম মহিলা মুখ মহুয়া মৈত্রকেও দেখা গেল সেই ভূমিকায়। শীতের রাতে রাস্তার ধারে চায়ের দোকানে জমিয়ে চা বানালেন সাংসদ। তারপর সেই ভিডিও শেয়ারও করলেন। হুহু করে ভাইরালও হল সেই ভিডিও। কিন্তু, রাজনীতির কারবারিদের নজর এদিকে আটকে গিয়েছে ভিডিওর ক্যাপশনে। কী এমন লিখলেন মহুয়া?
বর্তমানে নিজেরই লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে রয়েছেন সাংসদ। গত বুধবার সেখানকারই একটি চায়ের দোকানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।
ভিডিয়োয় দেখা যায়, চায়ের সসপ্যানে চিনি দিচ্ছেন মহুয়া। তাঁকে ঘিরে জনতার ভিড়।
advertisement
Tried my hand at making chai… who knows where it may lead me :-) pic.twitter.com/iAQxgw61M0
— Mahua Moitra (@MahuaMoitra) January 11, 2023
advertisement
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহুয়া মৈত্র লিখেছেন, "চা বানানোর চেষ্টা করলাম... কে জানে এই চায়ের জন্য কোথায় পৌঁছে যাই.."
কৃষ্ণনগরের সাংসদের এ হেন ক্যাপশন পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, নাম না করে মহুয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেননি তো!
advertisement
কে না জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোটবেলায় চা পৌঁছে দেওয়ার কাজ করতেন। তিনি নিজেও মাঝেমাঝে নিজেকে 'চায়ওয়ালা' বলে উল্লেখ করে থাকেন।
মহুয়ার পোস্টের নীচে এক নেটিজেন কমেন্ট করেন, "তবে কি, উনি ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন?"
গত বুধবারই বঙ্গে লঞ্চ করা হয়েছে "দিদির সুরক্ষাকবচ" কর্মসূচি। এদিন সেই উপলক্ষেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মহুয়া। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৬০ দিনে ১১ কোটি মানুষের কাছে পৌঁছবেন তৃণমূলের প্রতিনিধিরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 12, 2023 9:47 AM IST