South Dinajpur News: ত্রিকুল রক্ষাকালী পুজোয় সামিল আদিবাসী মহল্লা! ঘর রাঙিয়ে তোলেন গ্রামবাসীরা

Last Updated:

ত্রিকুল রক্ষাকালী মাতার পুজোকে কেন্দ্র করে গ্রামজুড়েই ঘরবাড়ি সাজানোর ধুম পড়েছে

+
ত্রিকুল

ত্রিকুল কালী পুজোয় নিজ হাতেই বাড়ি রাঙিয়ে তোলেন আদিবাসী সমাজ

দক্ষিণ দিনাজপুর: ত্রিকুল রক্ষাকালী মাতার পুজোকে কেন্দ্র করে গ্রামজুড়েই ঘরবাড়ি সাজানোর ধুম পড়েছে। প্রতিবছর এই পুজো ও মেলাকে কেন্দ্র করে আদিবাসী অধ্যুষিত এই গ্রামের প্রতিটি মাটির বাড়ি নিজ হাতেই রাঙিয়ে তোলেন গ্রামবাসীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি মাটির বাড়ি ইতিমধ্যেই রং করতে শুরু করেছেন সকলে মিলে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ত্রিকুল মেলাকে কেন্দ্র করে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয় পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ ভিড় জমিয়ে থাকেন।
এই পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব আদিবাসী মহল্লাতেও। বিশেষভাবে বাড়ির মা কাকিমারা ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। প্রতিবছরই মেলার আগে বাড়ির দেওয়াল রং করে পরিষ্কার করেন বাড়ির মহিলারা। তার কারণ মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মন্দির চত্বরে। এমনকি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে মন্দিরে যান বহু মানুষ। এছাড়া মেলাকে কেন্দ্র করে প্রায় প্রতিটি বাড়িতেই পরিজনদের সমাগম হয় প্রতিবছর।
advertisement
advertisement
শুধুমাত্র দিনাজপুর জেলা নয় ত্রিকুল রক্ষা কালী মায়ের পুজো হিন্দু রীতি রেওয়াজ অনুযায়ী হলেও আদিবাসী সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ধর্ম যার যার উৎসব সবার, সেই কথাটাই যেন তাঁরা আবাহমান কাল ধরে মেনে মন্দিরের পুজোয় অংশগ্রহণ করেন। কারণ পুজো উপলক্ষে মন্দির চত্তরে যেমন সেজে উঠেছে, তেমনই প্রতি বাড়িতেই চলছে প্রস্তুতি। পিছিয়ে নেই ত্রিকুল মন্দির সংলগ্ন আদিবাসী মহল্লার পরিবারগুলিও। তাঁরাও নিজেদের সাধ্যমত বাড়িঘর সাজিয়ে তুলেছেন। রং করার কাজ শেষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন শুধু প্রতীক্ষা কবে মেলা শুরু হবে! কবে আত্মীয়-স্বজনরা নিজের নিজের বাড়িতে ফিরবেন। শুধুমাত্র ত্রিকুল পুজো নয়, সারা বছরেই দুই সম্প্রদায়ের মানুষ একে ওপরের উৎসবে শামিল হয়ে থাকেন। মাঝে মধ্যেই দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে সম্পর্কের ঘাটতি থাকলেও সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর এলাকার ত্রিকুল রক্ষাকালীর পুজো অন্য নজির তৈরি করে চলেছে বিগত কয়েকশো বছর ধরে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ত্রিকুল রক্ষাকালী পুজোয় সামিল আদিবাসী মহল্লা! ঘর রাঙিয়ে তোলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement