পাহাড়ে বেড়াতে গিয়ে ডবল লাভ পর্যটকদের, এমন সুযোগ কম আসে
- Published by:Suvam Mukherjee
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।
#দার্জিলিং: বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে তাপমাত্রার পারদ ক্রমশ কমছে। বছরের এই সময়ে প্রচুর পর্যটক ভিড় করেন পাহাড়ে। এদিনও ফের ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শনে আপ্লুত বেড়াতে আসা পর্যটকেরা। দার্জিলিং ঘুম-জোরবাংলো রোড হোক কিংবা ম্যালের ভিউ পয়েন্টে এদিন সকাল থেকে পর্যটকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
একই দিকে ঠান্ডা আবহাওয়া তার উপরে কাঞ্চনজঙ্ঘা দর্শন, এককথায় বলা যায় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য ডবল লাভ। শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের বিভিন্ন ভিউ পয়েন্টেও কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ পর্যটকেরা। কুয়াশার চাদর সরিয়ে সমতলের শিলিগুড়ি থেকেও আজ দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের থেকেও কম তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে। অন্যদিকে, জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
টানা আবহাওয়া হওয়ায় বছরের এই সময়ে প্রচুর পর্যটক বেড়াতে যান পাহাড়ে। এদিন শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শনে মুগ্ধ সকলে। দার্জিলিং এবং কালিম্পং-এর বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট ভাবে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন পর্যটকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 10:23 AM IST