Jalpaiguri News: পর্যটকদের জন্য বাড়তি পাওনা, শুধু চা বাগান দেখা নয়, এখন জলপাইগুড়িতে দেখা মিলবে 'ওদেরও'
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
চা বাগান এখন আরও সুন্দর হয়ে উঠেছে ওদের আগমনে
জলপাইগুড়ি: চা বাগানে ডিম পাহারা দিচ্ছেন চৌকিদার! কিসের ডিম জানলে অবাক হবেন আপনিও। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান এখন শুধু চা চাষের জন্য নয়, পরিচিত হয়ে উঠেছে ময়ূরের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। এই বাগানে সকাল হতেই দেখা মিলছে রঙিন পালকের রাজার—ময়ূরের। কখনও চা পাতার ফাঁকে, কখনও কৃত্রিম জলের ফোয়ারা ঘিরে, আবার কখনও রাস্তার মাঝে নাচতে থাকা ময়ূরের ছবি যেন এক পরিপূর্ণ প্রাকৃতিক দৃশ্যপট তৈরি করেছে। এরই সঙ্গে ময়ূরদের মাতৃস্নেহের কাজও মনমুগ্ধ করছে সকলকে।
ডিম পেড়ে তা যাতে সকলের অগোচরে না আসে, ডিম যাতে সুরক্ষিত থাকে …তার জন্যই চা পাতা দিয়ে ঢেকেও রেখেছে তারা। এখন চা বাগানে গেলেই চোখে পড়ে শ্রমিকেরা যখন ব্যস্ত চা পাতা তোলার কাজে, তখন পাশেই ময়ূরের দল ছড়িয়ে দিচ্ছে সৌন্দর্যের আলাদা মায়া। জল ছিটানোর ব্যবস্থায় ময়ূরের দল স্নান করছে, রোদ থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছে গাছের ছায়ায়। এই দৃশ্য প্রতিদিনের ক্লান্তিকে মুহূর্তে ভুলিয়ে দেয়।
advertisement
advertisement
তবে সবচেয়ে ব্যতিক্রমী ছবি হল চা গাছের গোড়ায় ময়ূরেরা ডিম পেড়ে তা পাতায় ঢেকে রাখছে, আর সেই ডিমগুলোর সুরক্ষায় নিয়োজিত চা বাগানের চৌকিদাররা। প্রহরা দিচ্ছেন রাতদিন, যাতে কেউ ভুলবশত বা কৌতূহলবশত ডিম নষ্ট না করে। শুধু নিরাপত্তায় নয়, এই পাহারা যেন প্রকৃতির প্রতি এক শ্রদ্ধার প্রকাশ। এই মনকাড়া দৃশ্য দেখতে এখন অনেকেই ছুটে আসছেন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটকরাও মুগ্ধ এমন এক শান্তিপূর্ণ সহাবস্থানের নজির দেখে। আজ যেখানে মানুষের কারণে বন্যপ্রাণের বসতবাটি হারিয়ে যাচ্ছে, সেখানে ডেঙ্গুয়াঝাড় চা বাগান যেন এক অনন্য উদাহরণ—কীভাবে প্রকৃতিকে ভালোবেসে তার সঙ্গে মিশে থাকা যায়। এই সম্পর্ক শুধু অনুপ্রেরণা নয়, ভবিষ্যতের টেকসই সহাবস্থানের এক নিঃশব্দ বার্তাও বয়ে আনে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 2:46 PM IST
