Toto News: টোটোর জন্য বাড়ছে দুর্ঘটনা? রাস্তায় আর দেখতে পাওয়া যাবে তো? বড় সিদ্ধান্ত নিল জেলা পুলিশ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ইতিমধ্যেই জেলা পুলিশের কর্মকর্তারা বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন এই টোটো গুলির উপর। মূলত অনিয়ন্ত্রিত টোটো চলাচল এবং সড়ক দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোচবিহার: কোচবিহারের বিভিন্ন এলাকায় রাস্তায় বেরোলেই প্রচুর টোটো দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে এই টোটো গুলি রাস্তায় চলার কারণে বহু মানুষের রুজি রুটির সন্ধান যেমন হচ্ছে। তেমনি চলার পথে দূরত্ব অনেকটাই কমেছে সাধারণ মানুষের।
তবে ইতিমধ্যেই জেলা পুলিশের কর্মকর্তারা বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছেন এই টোটো গুলির উপর। মূলত অনিয়ন্ত্রিত টোটো চলাচল এবং সড়ক দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান এই গোটা বিষয়টি পরিচালনা করছেন। ইতিমধ্যেই এই পদক্ষেপ গুলির বিষয় নিয়ে টোটো ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা।
advertisement
advertisement
জেলা কোচবিহারের ডিএসপি ট্রাফিক কুতুবউদ্দিন খান জানান, “রাস্তায় যে সমস্ত টোটো চলাচল করে তাঁদের টোটোর ডান দিকের অংশ ইতিমধ্যেই বন্ধ করতে বলা হয়েছে। এই পাশের অংশ দিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করলে যে কোনও সময় সড়ক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কোনও প্রকার হাইওয়ের ওপর দিয়ে টোটো চলাচল করবে না। হাইওয়ের ওপর দিয়ে প্রচুর বড় বড় যান চলাচল করে। যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থেকেই যায়। তাই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।”
advertisement
এছাড়া তিনি আরও জানান, “বেশ কিছু টোটো চালক রয়েছেন, যাঁরা নিজেদের টোটোর ব্যাটারি বাঁচাতে রাতের অন্ধকারে আলো নিভিয়ে চলাচল করেন। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটে। ফলে এই ধরনের বিষয় নিয়ে জেলা পুলিশ কড়া পদক্ষেপ নেওয়া শুরু করবে ইতিমধ্যেই।” এই সকল বিষয় নিয়ে কোচবিহারের এক টোটো চালক তপন পাল জানান, “জেলা পুলিশের নেওয়া এই সমস্ত উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে অনেকটাই সাহায্য করবে। সমস্ত টোটো চালকদের উচিত এই সকল বিষয় মেনে রাস্তা দিয়ে চলাচল করা।”
advertisement
আরও পড়ুন: এই সপ্তাহেই ধনলক্ষ্মী যোগ! ৪ রাশির ভাগ্যে টাকার বৃষ্টি, ১২ রাশির কেমন কাটবে গোটা সপ্তাহ? জেনে নিন
তবে এখনও পর্যন্ত বহু টোটো এই সকল বিষয়ে মেনে চলাচল করছেন না। জেলা পুলিশের পক্ষ থেকে সেই সকল উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে যাতে তাঁরা দ্রুত জেলা পুলিশের বলা এই সকল বিষয় গুলি পালন করতে শুরু করেন। না হলে পরবর্তী সময়ে জেলা পুলিশ এই টোটো গুলির বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করবে এটুকু নিশ্চিত।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2024 2:07 PM IST