North Dinajpur News: বিজেপি ছেড়ে তৃণমূলে, ফের বিজেপিতে! রায়গঞ্জে বিধায়ক সৌমেন রায়ের অদ্ভুত স্বীকারোক্তি
- Published by:Uddalak B
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
North Dinajpur News: তিনি বলেন কালিয়াগঞ্জ শহরের কর্মঠ যুবক কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জের রূপকার কার্তিক পালকে ব্যাপক ভোটে জয়ী করে তাঁকে আমরা দিল্লিতে পাঠাবো এটাই আমাদের আজকের শপথ।
উত্তর দিনাজপুর: পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি এসেছিলেন তৃণমূলে, আর লোকসভা ভোটের আগে সেই বিধায়ক সৌমেন রায় ফের চলে যান বিজেপিতে৷ এই যাওয়া-আসার প্রশ্নেই এ বার পার্থ প্রসঙ্গ তুললেন তিনি৷ বললেন, ‘যাঁর হাত ধরে এসেছিলাম, তিনিই এক জেলে৷ তাই নিজের ঘরে ফিরে এলাম৷ আমি যতদিন তৃণমূলে ছিলাম, ততদিন অত্যন্ত লজ্জার মধ্যেই ছিলাম৷ তৃণমূল নামক দল আপাদ দুর্নীতিতে ভরা একটি দল৷’
তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার রায়গঞ্জ লোকসভা আসনের জন্য একটি কর্মীসভায় বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভায় এ কথা বলেছেন সৌমেন৷ তিনি আরও বলেছেন, ‘আমি লজ্জিত আমি বিজেপি ছেড়ে কোন দলে আমি গিয়েছিলাম যে মানুষটির হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে আমি তৃণমূলে গিয়েছিলাম সেই মানুষটিই আজ জেলে? আমি তাই লজ্জায় ঘেন্নায় পুনরায় নিয়ে বিজেপিতে আমার নিজের ঘরে ফিরলাম। তৃণমূল নামক দল আপাদমস্তক দুর্নীতিতে ভরা। যত দিন ছিলাম, অত্যন্ত লজ্জার মধ্যেই ছিলাম।”
advertisement
আরও পড়ুন – তাপমাত্রা বাড়তে বাড়তে সামনের সপ্তাহে কত হবে জানেন? এপ্রিলের শুরুতেই এমন দুর্ভোগ ভাবতেও পারবেন না
advertisement
আরও পড়ুন – গরমের ছুটি ঘোষণা রাজ্যের, লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বিরাট খবর! কবে থেকে কতদিন ছুটি? জানুন
তিনি বলেন কালিয়াগঞ্জ শহরের কর্মঠ যুবক কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌরপিতা তথা কালিয়াগঞ্জের রূপকার কার্তিক পালকে ব্যাপক ভোটে জয়ী করে তাঁকে আমরা দিল্লিতে পাঠাবো এটাই আমাদের আজকের শপথ। উল্লেখ্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে মাস চারেকের মধ্যে শাসক দল তৃণমূলের যোগ দিয়েছিলেন সৌমেন রায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসক দলে গিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে পার্থ বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দী।
advertisement
প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগে ফের দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরেছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কলকাতায় শুভেন্দু অধিকারী হাত ধরে ‘ঘর ওয়াপসি’ হয় তাঁর। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে বিভিন্ন কর্মী সভায় প্রচারেও দেখা যাবে। প্রথম দিন এরকম একটি কর্মীসভায় এসে তিনি তাঁর ভুলের প্রায়শ্চিত্ত করার কথা স্বীকার করেন।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 5:05 PM IST
