'খেলা হবে', বাংলার দুই জেলাতে নতুন পরিকল্পনা তৃণমূলের! নজর অভিষেকের

Last Updated:

TMC: নজরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। পঞ্চায়েতকে সামনে রেখে ২০২৪ লড়াই শুরু করতে চায় তৃণমূল।

নতুন পরিকল্পনা তৃণমূলের
নতুন পরিকল্পনা তৃণমূলের
#কলকাতা: লক্ষ্য উত্তরবঙ্গের চার জেলায় পঞ্চায়েত নির্বাচন। চা-বলয়ের ভোটে সাফল্য পেতে চায় তৃণমূল কংগ্রেস। গত কাল থেকে শুরু হয়েছে চা-শ্রমিক সম্মেলন।বিশেষ নজর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।আলিপুরদুয়ারের চা-বলয়ে ধস নেমেছে তৃণমূলের ভোটে।তাই প্রশাসনিক স্কিমের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে রাজনৈতিক লড়াইয়েও।আজ বক্তব্য রাখবেন অভিষেক বন্দোপাধ্যায়।
গত কাল বিভিন্ন চা-শ্রমিকদের অসুবিধার কথা শুনছে নেতৃত্ব।এই প্রথম শুধুমাত্র চা বাগানের শ্রমিকদের নিয়ে সমাবেশ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ মালবাজারে অভিষেকের সভা হবে। তার আগে আজ ১০ তারিখ দলের শ্রমিক সংগঠন নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রম মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চা বাগানের শ্রমিকদের নিয়ে সম্মেলন হয়েছে। সেখানে শ্রমিকদের কথা শুনলেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
শ্রমিকদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই এবার তৈরি হবে সংগঠনের রূপরেখা, জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “উত্তরের চা-শ্রমিকরা এই সম্মলনে উপস্থিত থাকবেন। হলদিয়ার মতোই থাকবে কাচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দেবেন। লটারি করে নাম নির্বাচন করা হবে। নেতৃত্ব যাঁরা তাঁরা কিছু কথা বলবেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলবেন।
advertisement
পরের দিন অর্থাৎ ১১ তারিখ ওই সম্মেলনের নির্যাস নিয়েই চা-শ্রমিকদের এ-যাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মেলনেও চা-শ্রমিকদের সুবিধা, অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়। বাংলার বুকে চা শ্রমিকদের নিয়ে এই সভা নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ। বাম জমানায় ও পরবর্তীতে বিজেপি শ্রমিকদের প্রলোভিত করেছে। কিন্তু কোনওভাবেই তাদের হাতে ন্যায্য পাওনা পৌঁছে দেয়নি।”
advertisement
আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত সংখ্যা ৬৬। এর মধ্যে,তৃণমূল কংগ্রেস ৪৩, বিজেপি ৯, বাম ১, কংগ্রেস ১, অন্যান্য ১২ আসন। আলিপুরদুয়ার পঞ্চায়েত সমিতি ৬। ২০১৮ ফল অনুযায়ী, তৃণমূল ৫, বিজেপি ১। আলিপুরদুয়ার জেলা পরিষদ ১৮ সংখ্যা এর মধ্যে, তৃণমূল ১৭, বিজেপি ১। জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েত সংখ্যা ৮০। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ৬৯,বিজেপি ৫, বাম ১ ও অন্যান্য ৫ আসন পেয়েছে। পঞ্চায়েত সমিতি সংখ্যা ৭। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ৭ আসনে।  জেলা পরিষদ সংখ্যা ১৯। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯ আসনেই জয়ী হয়েছিল। যদিও লোকসভায় ফল খারাপ হয়। খারাপ ফল হয় বিধানসভাতেও। আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানিয়েছেন, " যে ফল খারাপ হয়েছিল তাতে নিশ্চিত আমাদের দুর্বলতা ছিল। সেটা কাটিয়েই ঘরে ঘরে পৌঁছানোর কাজ আমরা শুরু করে দিয়েছি।"
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'খেলা হবে', বাংলার দুই জেলাতে নতুন পরিকল্পনা তৃণমূলের! নজর অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement