আবহাওয়ার বড় বদল, নিম্নচাপে ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বাংলাজুড়ে! পুজো নিয়ে আশঙ্কা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: অনেকের মনেই আশঙ্কা পুজোর আগেই অতিবর্ষণে রাজ্য ভাসবে না তো? রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে।
advertisement
advertisement
শুক্রবারের নিম্নচাপটি বর্তমানে বেশ কিছুটা শক্তি বাড়িয়েছে। তবে ওই একই এলাকাতে অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়।
advertisement
advertisement
আগামী ১৩ তারিখ দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। মৎস্যজীবীদের আপাতত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়াতেও হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।