Abdul Karim Chowdhury warns Mamata Banerjee: 'দলে আপনার যেমন অধিকার, আমারও আছে মমতাদি', চরম বার্তা দিলেন তৃণমূল বিধায়ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আব্দুল করিম চৌধুরীর ক্ষোভের কারণ ইসলামপুরের নবনিযুক্ত ব্লক সভাপতি জাকির হোসেন৷ বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া জাকির হোসেন একজন 'সন্ত্রাসবাদী'৷
#চঞ্চল মোদক, ইসলামপুর: অপছন্দের নেতাকে দলের ব্লক সভাপতি করায় ক্ষোভ৷ আর তার জেরেই সরাসরি দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷ এমন কি, দল তাঁর দাবি না মানলে পদত্যাগেরও হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ একরাশ ক্ষোভের সঙ্গে তৃণমূলনেত্রীর প্রতি তাঁর বার্তা, 'দলে আপনার যেমন অধিকার আছে, আমারও সেই অধিকার আছে মমতাদি৷'
আব্দুল করিম চৌধুরীর ক্ষোভের কারণ ইসলামপুরের নবনিযুক্ত ব্লক সভাপতি জাকির হোসেন৷ বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া জাকির হোসেন একজন 'সন্ত্রাসবাদী'৷ দলের এই সিদ্ধান্তয় ইসলামপুরের সাধারণ মানুষ, দলীয় কর্মীরাও ক্ষুব্ধ বলে দাবি বিধায়কের৷ তাঁর দাবি, ব্লক সভাপতি নিয়োগের আগে নিজের পছন্দের লোকের নাম চিঠি লিখে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলেন তিনি৷ তার পরেও তাঁর িবরোধী শিবিরের নেতা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামী নেতাকে ব্লক সভাপতি করা হয়েছে বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর৷
advertisement
advertisement
এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার করিম চৌধুরী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, 'আপনি সন্ত্রাসবাদী নেতাকে দয়া করে দায়িত্ব দেবেন না৷ ইসলামপুর থেকে ওকে সরিয়ে দিন৷ সাধারণ মানুষ, দলের লোক কেউ ওকে মানছে না৷ সন্ত্রাসবাদী নেতাকে আপনি সরিয়ে দেবেন, এটা আমি আশা করব৷ মমতাদি আপনাকে বলব, ইসলামপুরের আওয়াজ আপনি শুনুন৷ এরকম বাজে, ধান্দাবাজ লোককে ব্লকের সংগঠনের দায়িত্ব দেবেন না৷ আমার পছন্দের নেতাকে ইসলামপুরের স্বার্থ দেখার জন্য দায়িত্ব দিন৷'
advertisement
এখানেই থামেননি তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী৷ ক্ষোভ প্রকাশ করে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'প্রথম থেকে আপনার সঙ্গে সব জায়গায় গিয়েছি৷ আপনার সঙ্গে নন্দীগ্রামে গিয়েছি৷ পার্টিতে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে মমতাদি৷ আমি দলের প্রতিষ্ঠাতা সদস্য৷ আমি তো আপনার দলকে দাঁড় করালাম উত্তর দিনাজপুরে৷ আমার এলাকাকে আমার হাত থেকে ছিনিয়ে নিচ্ছেন৷ এটা আমি বরদাস্ত করব না মমতাদি৷ যদি আমাকে পছন্দ না হয়, ছেড়ে দিন, চলে যাবো৷ '
advertisement
প্রাক্তন মন্ত্রীর দাবি, জাকির হোসেন নামে ওই নেতা ব্লক সভাপতি হয়েই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন৷ দলের কর্মীদের দোকানেই তালা মেরে দিচ্ছেন৷ আব্দুল করিম চৌধুরীর দাবি, ১১ বার নির্বাচিত হলেও কখনও ভোটে জোর- জুলুম করেননি তিনি৷ কিন্তু জাকির হোসেনকে দায়িত্ব দিলে পঞ্চায়েত নির্বাচনেও এলাকায় অশান্তি হবে আশঙ্কা প্রকাশ করেন আব্দুল করিম চৌধুরী৷ তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'আমি এমএলএ আর আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাউকে দাঁড় করিয়ে দেবেন, এটা আমি মানব না৷ যদি এর জন্য আমাকে পদত্যাগ করতে বলেন, করে দেব৷'
advertisement
যদিও যাঁকে নিয়ে আব্দুল করিম চৌধুরীর ক্ষোভ, ইসলামপুরের সেই ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, 'দলের বিধায়কের বিরুদ্ধে আমি কিছু বলব না৷ যা করার দলীয় নেতৃত্বই করবে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 10:58 AM IST