Abdul Karim Chowdhury warns Mamata Banerjee: 'দলে আপনার যেমন অধিকার, আমারও আছে মমতাদি',  চরম বার্তা দিলেন তৃণমূল বিধায়ক

Last Updated:

আব্দুল করিম চৌধুরীর ক্ষোভের কারণ ইসলামপুরের নবনিযুক্ত ব্লক সভাপতি জাকির হোসেন৷ বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া জাকির হোসেন একজন 'সন্ত্রাসবাদী'৷

মমতাকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷
মমতাকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷
#চঞ্চল মোদক, ইসলামপুর:  অপছন্দের নেতাকে দলের ব্লক সভাপতি করায় ক্ষোভ৷ আর তার জেরেই সরাসরি দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী৷ এমন কি, দল তাঁর দাবি না মানলে পদত্যাগেরও হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ একরাশ ক্ষোভের সঙ্গে তৃণমূলনেত্রীর প্রতি তাঁর বার্তা, 'দলে আপনার যেমন অধিকার আছে, আমারও সেই অধিকার আছে মমতাদি৷'
আব্দুল করিম চৌধুরীর ক্ষোভের কারণ ইসলামপুরের নবনিযুক্ত ব্লক সভাপতি জাকির হোসেন৷ বিধায়কের অভিযোগ, ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া জাকির হোসেন একজন 'সন্ত্রাসবাদী'৷ দলের এই সিদ্ধান্তয় ইসলামপুরের সাধারণ মানুষ, দলীয় কর্মীরাও ক্ষুব্ধ বলে দাবি বিধায়কের৷ তাঁর দাবি, ব্লক সভাপতি নিয়োগের আগে নিজের পছন্দের লোকের নাম চিঠি লিখে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলেন তিনি৷ তার পরেও তাঁর িবরোধী শিবিরের নেতা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের অনুগামী নেতাকে ব্লক সভাপতি করা হয়েছে বলে অভিযোগ আব্দুল করিম চৌধুরীর৷
advertisement
advertisement
এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার করিম চৌধুরী মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, 'আপনি সন্ত্রাসবাদী নেতাকে দয়া করে দায়িত্ব দেবেন না৷ ইসলামপুর থেকে ওকে সরিয়ে দিন৷ সাধারণ মানুষ, দলের লোক কেউ ওকে মানছে না৷ সন্ত্রাসবাদী নেতাকে আপনি সরিয়ে দেবেন, এটা আমি আশা করব৷ মমতাদি আপনাকে বলব, ইসলামপুরের আওয়াজ আপনি শুনুন৷ এরকম বাজে, ধান্দাবাজ লোককে ব্লকের সংগঠনের দায়িত্ব দেবেন না৷ আমার পছন্দের নেতাকে ইসলামপুরের স্বার্থ দেখার জন্য দায়িত্ব দিন৷'
advertisement
এখানেই থামেননি তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী৷ ক্ষোভ প্রকাশ করে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'প্রথম থেকে আপনার সঙ্গে সব জায়গায় গিয়েছি৷ আপনার সঙ্গে নন্দীগ্রামে গিয়েছি৷ পার্টিতে আপনার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে মমতাদি৷ আমি দলের প্রতিষ্ঠাতা সদস্য৷ আমি তো আপনার দলকে দাঁড় করালাম উত্তর দিনাজপুরে৷ আমার এলাকাকে আমার হাত থেকে ছিনিয়ে নিচ্ছেন৷ এটা আমি বরদাস্ত করব না মমতাদি৷ যদি আমাকে পছন্দ না হয়, ছেড়ে দিন, চলে যাবো৷ '
advertisement
প্রাক্তন মন্ত্রীর দাবি, জাকির হোসেন নামে ওই নেতা ব্লক সভাপতি হয়েই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন৷ দলের কর্মীদের দোকানেই তালা মেরে দিচ্ছেন৷ আব্দুল করিম চৌধুরীর দাবি, ১১ বার নির্বাচিত হলেও কখনও ভোটে জোর- জুলুম করেননি তিনি৷ কিন্তু জাকির হোসেনকে দায়িত্ব দিলে পঞ্চায়েত নির্বাচনেও এলাকায় অশান্তি হবে আশঙ্কা প্রকাশ করেন আব্দুল করিম চৌধুরী৷ তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'আমি এমএলএ আর আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কাউকে দাঁড় করিয়ে দেবেন, এটা আমি মানব না৷ যদি এর জন্য আমাকে পদত্যাগ করতে বলেন, করে দেব৷'
advertisement
যদিও যাঁকে নিয়ে আব্দুল করিম চৌধুরীর ক্ষোভ, ইসলামপুরের সেই ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, 'দলের বিধায়কের বিরুদ্ধে আমি কিছু বলব না৷ যা করার দলীয় নেতৃত্বই করবে৷'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abdul Karim Chowdhury warns Mamata Banerjee: 'দলে আপনার যেমন অধিকার, আমারও আছে মমতাদি',  চরম বার্তা দিলেন তৃণমূল বিধায়ক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement