Tmc: কারও থেকে ৪ লাখ, কারও থেকে ২০, এবার সরাসরি অভিষেকের কাছে দুর্নীতি জানালেন নেতারা!
- Published by:Suman Biswas
Last Updated:
Tmc: টাকার বিনিময়ে একাধিক অঞ্চল সভাপতির পদ 'বিক্রি' ! বিস্ফোরক অভিযোগ মালদহ তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ গাজোলের একাধিক তৃণমূল নেতাকর্মীর।
সেবক দেবশর্মা, মালদহ: টাকার বিনিময় দলীয় পদ 'বিক্রি' মালদহ তৃণমূলে। পঞ্চায়েত ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ মালদহের গাজোলে। বিভিন্ন অঞ্চল সভাপতি করার জন্য লক্ষ লক্ষ টাকার লেনদেনের অভিযোগ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দলেরই বিক্ষুব্ধ নেতাদের। পঞ্চায়েত ভোটের মুখে চরম অস্বস্তিতে শাসক দল। তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই তোলা অভিযোগকে কটাক্ষ বিজেপির।
টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ। ব্লক সভাপতির বিরুদ্ধে দলীয় পদ বিক্রির অভিযোগ তুললেন মালদহের গাজোলের একাধিক তৃণমূল পদাধিকারী। এই ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ তুলেছেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌড় চক্রবর্তী সহ একদল পদাধিকারী। বিক্ষুব্ধদের অভিযোগ, রাজ্যের সর্ববৃহৎ ব্লক গাজোল। আর এই গাজোলেই প্রায় ২০টি অঞ্চল সভাপতির পদ টাকার বিনিময়ে বিক্রি করেছেন ব্লক সভাপতি।
advertisement
advertisement
অঞ্চল সভাপতি হওয়ার জন্য ৪ লক্ষ টাকা থেকে ২০- ২২ লক্ষ টাকা পর্যন্ত অনেকের কাছে নেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ। শুধু তাই নয়, আরও অনেকের কাছে টাকা নিয়েও পদ না দেওয়ায় তাঁরা দরজায় দরজায় ঘুরছেন বলেও দাবি বিক্ষুব্ধদের। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে তদন্ত দাবি করেছেন গাজোলের বিক্ষুব্ধ নেতারা। তাঁদের আরও অভিযোগ, এখন থেকেই পঞ্চায়েতের টিকিট পাইয়ে দেওয়ার নাম করেও দেদার টাকা তোলা হচ্ছে গাজোলে। রাজ্যের বৃহত্তম ব্লক মালদহের গাজোল। গত বিধানসভা ভোটে মালদহের গাজোলে ১৭৯৮ ভোটে বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস। গাজোলে এবার পঞ্চায়েত ভোট তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
কিন্তু, তার আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল এভাবে বাইরে বেরিয়ে আসায় রাজনৈতিক মহলে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে।পঞ্চায়েত ভোটের আগে শাসকদলের এমন অন্তর্দন্দ কাজে লাগাতে আসরে নেমে পড়েছে বিজেপিও। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গাজোল ব্লক তৃণমূলের সভাপতি দীনেশ টুডু। তাঁর পাল্টা দাবি, টাকা দিয়ে দলের কোনও পদ বিক্রি করা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শেখানো অভিযোগ তোলা হয়েছে। যাঁরা অভিযোগ তুলছেন তাঁরাই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি বিষয়টিকে দলের আভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি। গাজোলে টাকার বিনিময়ে তৃণমূলের সাংগঠনিক পদ বিক্রির ঘটনায় জেলা সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা। ঘটনায় চরম অস্বস্তি শাসকদলের অন্দরে। মালদহের তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, সমস্যা নিয়ে আলোচনার জন্য আগামী রবিবারই গাজোলে বৈঠক করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2023 11:22 AM IST







